তিন দফা ভোট হওয়ার পর এবার ভুয়ো খবর ঠেকাতে তৈরি ট্যুইটারও
Bangla Editor
1/ 6
ফেসবুক, হোয়াটসঅ্যাপের পর এবার ভুয়ো খবর ঠেকাতে তৈরি ট্যুইটারও। ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়েছেন, ভোট সংক্রান্ত কোনও সন্দেহজনক তথ্য দেখলেই ট্যুইটার ব্যবহারকারীরা তা জানাতে পারবেন কর্তৃপক্ষকে।
2/ 6
লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এই বদল এনেছে ট্যুইটার। এই নতুন বৈশিষ্ট্য অ্যাপ ও ওয়েবসাইট— দুটোতেই পাওয়া যাবে বলে ট্যুইটার জানিয়েছে।
3/ 6
এবার থেকে ভুয়ো খবর চোখে পড়লেই তেমন ট্যুইটের পাশেই ‘রিপোর্ট ট্যুইট’ অপশনে গিয়ে ‘ইটস মিসলিডিং অ্যাবাউট ভোটিং’ অপশনে সেই তথ্য সম্বন্ধে অভিযোগ নথিভুক্ত করা যাবে।
4/ 6
ট্যুইটার জানিয়েছে, ভোট দেওয়ার পদ্ধতি, ভোটের দিন, ভোট দিতে কী কী নথি প্রয়োজন সে সব নিয়েও একাধিক ভুয়ো খবর নজরে এসেছে।
5/ 6
২৫ এপ্রিল থেকে ভারতে এই সুবিদা মিলবে বলে জানিয়েছে ট্যুইটার। ফেসবুক,ট্যুইটার, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের কর্তাদের ভুয়ো খবর ঠেকাতে নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেও তা ঠেকানো যায়নি।
6/ 6
ইতিমধ্যেই ভারতে তিন দফা ভোট হয়ে গিয়েছে। তাই এতে আসল সমস্যার কতটা সমাধান হবে তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।
তিন দফা ভোট হওয়ার পর এবার ভুয়ো খবর ঠেকাতে তৈরি ট্যুইটারও
ফেসবুক, হোয়াটসঅ্যাপের পর এবার ভুয়ো খবর ঠেকাতে তৈরি ট্যুইটারও। ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়েছেন, ভোট সংক্রান্ত কোনও সন্দেহজনক তথ্য দেখলেই ট্যুইটার ব্যবহারকারীরা তা জানাতে পারবেন কর্তৃপক্ষকে।
তিন দফা ভোট হওয়ার পর এবার ভুয়ো খবর ঠেকাতে তৈরি ট্যুইটারও
এবার থেকে ভুয়ো খবর চোখে পড়লেই তেমন ট্যুইটের পাশেই ‘রিপোর্ট ট্যুইট’ অপশনে গিয়ে ‘ইটস মিসলিডিং অ্যাবাউট ভোটিং’ অপশনে সেই তথ্য সম্বন্ধে অভিযোগ নথিভুক্ত করা যাবে।
তিন দফা ভোট হওয়ার পর এবার ভুয়ো খবর ঠেকাতে তৈরি ট্যুইটারও
২৫ এপ্রিল থেকে ভারতে এই সুবিদা মিলবে বলে জানিয়েছে ট্যুইটার। ফেসবুক,ট্যুইটার, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের কর্তাদের ভুয়ো খবর ঠেকাতে নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেও তা ঠেকানো যায়নি।