Triumph Tiger Sport 660. অ্যাডভেঞ্চার বাইক-এর বাজারে যা বড় নাম। এবার এই অসাধারণ মোটরসাইকেল ভারতের বাজারে লঞ্চ করা হল। ২ এপ্রিল এই বাইকের আনবক্সিং হবে। এপ্রিল মাসে এই বাইকের টেস্ট ড্রাইভ করতে পারবেন গ্রাহকরা। রেড গ্রাফাইট, ল্যুসার্ন ব্লু স্যাফায়ার ও গ্রাফাইট স্যাফায়র কালার ভ্যারিয়েন্ট-এ এই বাইক পাওয়া যাবে। ভারতের বাজারে এই বাইকের দাম হবে ৮.৯৫ লাখ টাকা (এক্স শোরুম)। ৫০ হাজার টাকা টোকেন মানি দিয়ে যে কেউ এই বাইক বুকিং করতে পারবেন। ১০ হাজার ২৫০ আরপিএমে 81 PS/80 bhp পাওয়ার ও ৬ হাজার ২৫০ আরপিএমে 64 Nm পিক টর্ক জেনারেট করে এই মোটরসাইকেলের ইঞ্জিন। দুটি রাইডিং মোডে টালানো যাবে এই মোটরসাইকেল। থাকবে My Triumph Connectivity System. এছাড়া ৪০টি অ্যাকসেসরিজ থাকবে।