

• এবার সেই হতাশা কাটিয়ে ভারতে ফিরতে পারে টিকটক। তেমনই এক সম্ভবনা তৈরি হয়েছে। কারণ, এই চিনা সংস্থা টিকটকের ভারতীয় সংস্করণ কিনে নেওয়ার কথা ভাবছে জাপানি সফট ব্যাঙ্ক। তবে এখনই এসব নিয়ে কোনও পক্ষ মুখ খুলতে নারাজ।


• ভারত চিনের সীমান্ত সমস্যার পরেই বেশ কয়েকটি চিনা অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত। সেই তালিকায় ছিল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটক। সেবারে মোট ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত।


• ভারতের মতো জনবহুল দেশে টিকটকের অসংখ্য ব্যবহারকারী ছিলেন। হঠাৎ অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় সংস্থার বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। উল্লেখ্য, ভারতেই টিকটকের সর্বোচ্চ ব্যবহারকারী ছিলেন।


• তারপর থেকে টিকটকের সংস্থা বাইট ড্যান্স কাজ শুরু করে নিরাপত্তা প্রশ্নগুলির সমাধান করতে। কারণ, ভারতের পক্ষ থেকে নিরাপত্তার কারণ দেখিয়েই ৫৯টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আর তার ফলে শুধু টিকটকের কারণে সংস্থা ৪৫ হাজার কোটি টাকা লোকসানের সম্ভাবনা তৈরি হয়।