

মোবাইল ব্যাঙ্কিং-এর জন্য আমাদের জীবন যতটা সহজ হয়েছে, ততটাই মুশকিল বাড়িয়েছে। মোবাইল বাঙ্কিং আশার পর থেকে বেড়েছে ফ্রডের মামলাও। অনলাইনে প্রতারণা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। বেশির ভাগ সময় স্মার্টফোন ইউজাররা এর শিকার হয়ে থাকেন। এমন একটি ঘটনা সামনে এসেছে, যেখানে হ্যাকাররা অনেক ইউজারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে ছিয়েছে।


নরওয়ের একটি মোবাইল সিকিউরিটি ফার্ম অ্যান্ড্রয়েড ফোনে এমন একটি ত্রুটি খুঁজে পেয়েছে, যার ফলে হ্যাকররা সহজেই ইউজারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল পেয়ে জাচ্ছেন।


রিসার্চ অনুযায়ী Strandhog নামে একটি লুপহোল মাল্টিটাস্কিং সিস্টেমে পাওয়া গিয়েছে, যার সাহায্যে হ্যাকররা ম্যালিশাস অ্যাপের মধ্যমে ইয়জারদের লগইন পাসওয়ার্ড, লোকেশন, মেসেজ আর বাকি প্রাইভেট ডেটা চুরি করে নেয়।


হ্যাকররা কোনও ম্যালওয়ার কে টার্গেট করে ফোনে ঢুকে যায়। অ্যান্ড্রয়েড Bug-এর সাহায্যে ফোনে থাকা অ্যাপগুলিকে হ্যাক করে নেয়। এই ম্যালওয়ার অ্যাপগুলি দেখে এক নজরে আসল অ্যাপ মনে হবে। এর এই অ্যাপগুলি ইউজার থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকুন্ট ডিটেল আর ব্যাঙ্ক ডিটেল চুরি করে নেয়।


ব্যবহারকারীদের চোখে ধুলো দিয়ে হ্যাকরা ওদের কাজ থেকে পারমিশন নিয়ে নেয়। যার ফলে হ্যাকররা ব্যবহারকারীদের OTP, টু ফ্যাক্টর কোড, ফটো আর ভিডিও-ও হ্যাক করে নিতে পারে।