মোবাইল ব্যাঙ্কিং-এর জন্য আমাদের জীবন যতটা সহজ হয়েছে, ততটাই মুশকিল বাড়িয়েছে। মোবাইল বাঙ্কিং আশার পর থেকে বেড়েছে ফ্রডের মামলাও। অনলাইনে প্রতারণা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। বেশির ভাগ সময় স্মার্টফোন ইউজাররা এর শিকার হয়ে থাকেন। এমন একটি ঘটনা সামনে এসেছে, যেখানে হ্যাকাররা অনেক ইউজারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে ছিয়েছে।