V-Strom SX তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে। চ্যাম্পিয়ন ইয়েলো, পার্ল ব্লেজ অরেঞ্জ এবং গ্লাস স্পার্কল ব্ল্যাক। এর 249cc, 4 স্ট্রোক, সিঙ্গল-সিলিন্ডার, অয়েল কুলার SOHC ইঞ্জিন চমৎকার মাইলেজও দেবে। সুজুকি অয়েল কুলিং সিস্টেম (SOCS) গরম হয়ে গেলেও ইঞ্জিনকে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে সাহায্য করে।