

বাজেট ফোনের পর যে রেঞ্জ নিয়ে সব চেয়ে বেশি মাথা ঘামায় ক্রেতা থেকে বিক্রেতা সকলে, তা হল মিড-রেঞ্জ। এই রেঞ্জে একাধিক ফিচার অফার করে প্রায় সব মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা। বর্তমানে এই মিড-রেঞ্জের বাজারে পা দিয়েছে 5G ফোনও। তাই ক্রেতাদের পক্ষে ফোন বেছে নেওয়া একটু চাপের হয়ে দাঁড়িয়েছে। কেউ ভালো ক্যামেরায় ঝুঁকছেন, তো কেউ ভবিষ্যতের কথা ভেবে 5G ফোনে! কিন্তু এত ফোনের বাজারে, এত ব্র্যান্ডের ভিড়ে কোন ফোনটা একদম পারফেক্ট, তার খোঁজ পাওয়া যাবে এই তালিকায়!


Xiaomi Mi 10i: খুব সম্প্রতি একের পর এক একাধিক সিরিজ বের করেছে Xiaomi। কিন্তু সবগুলোর মধ্যে অন্যতম ভালো ও বেস্ট রেঞ্জের ফোন হল Xiaomi Mi 10i। ক্যামেরা-প্রেমীদের জন্য এই ফোন একদম পাওয়ার প্যাকড। 108MP প্রাইমারি ক্যামেরা রয়েছে এই ফোনে। কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 750G প্রসেসর রয়েছে। স্টোরেজ 8GB, 128GB। ডিসপ্লে ফুল HD। ফ্রন্ট ক্যামেরা 16MP ও ব্যাটারি থাকছে 4,820mAh। দাম শুরু হচ্ছে ২০,৯৯৯ টাকা থেকে।


Moto G 5G: এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে Moto-র এই নতুন ফোন। Motorola-প্রেমীরা বেশ কিছু দিন ধরেই অপেক্ষা করছিলেন নতুন ফোনের জন্য। তাই একদম ভবিষ্যতের চিন্তা করে 5G ফোন বাজারে নিয়ে হাজির এই সংস্থা। এতে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 750G প্রসেসর রয়েছে। দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির সঙ্গে ডিসপ্লে আসছে 6.70 inch ফুল HD-তে। সঙ্গে 90Hz রিফ্রেশ রেট। 5000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। 6GB, 128GB-র দাম শুরু হচ্ছে ২০,৯৯৯ টাকা থেকে।


Realme 7: ক্যামেরা কোয়ালিটির দৌড়ে অনেক ফোনের থেকেই এগিয়ে থাকে Realme-র এই ফোন। ২০২০-র সেপ্টেম্বরে বাজারে এলেও এর জনপ্রিয়তা এখনও এতটুকুও কমেনি। 6.50-inch Full-HD+ ডিসপ্লের এই ফোনে 64MP প্রাইমারি ক্যামেরা পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে 16MP ফ্রন্ট ক্যামেরা। 5000mAh ব্যাটারি। দাম শুরু হচ্ছে ১৪,৯৯৯ টাকা থেকে। দু'টি স্টোরেজ অপশনে পাওয়া যাচ্ছে এই ফোন।


Poco X3: মিড-রেঞ্জ স্মার্ট ফোনের দৌড়ে আবারও হাজির হয়েছে Poco। X2-র সাফল্যের পর ফিচার আপগ্রেড করে Poco X3 বাজারে এনেছে। 6.67-inch full-HD+ ডিসপ্লের এই ফোনে পাওয়া যাচ্ছে 120Hz রিফ্রেশ রেট। প্রসেসরে রয়েছে Snapdragon 732G SoC। 64MP প্রাইমারি ক্যামেরা পাওয়া যাচ্ছে এতে। 6000mAh ব্যাটারির সঙ্গে 33W-এর সুপারফাস্ট চার্জার পাওয়া যাচ্ছে। দাম শুরু হচ্ছে ১৪,৯৯৯ টাকা থেকে।