ফোন খুবই দরকারি একটা জিনিস। এই তীব্র গরমে মানুষের যেমন হাঁসফাস অবস্থা, তেমনই হাতের স্মার্টফোনেরও অবস্থা বেশ খারাপ। তাপপ্রবাহের জেরে অনেকেরই স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে।
2/ 7
গরমে প্রায় সবার ফোনই কম-বেশি গরম হচ্ছে। তবে ফোন ঠান্ডা রাখার জন্য কয়েকটি উপায় অবলম্বন করা যায়।
3/ 7
ফোনে সরাসরি রোদ লাগা রুখতে হবে। সরাসরি রোদ লাগলে ফোন গরম হবে বেশি। এতে ব্যাটারি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি।
4/ 7
ফোনে যে সমস্ত অ্যাপ বেশি ব্যবহার করেন না, সেগুলি বন্ধ রাখার চেষ্টা করুন। না হলে সেই অ্যাপগুলি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে ফোন গরম হওয়ার সম্ভাবনা থাকে।
5/ 7
অনেকক্ষণ ধরে ফোন ব্যবহার করলে কিছটা সময় ফোনের কভার খুলে রাখার চেষ্টা করুন।
6/ 7
স্মার্টফোন ঠান্ডা করার জন্য বাজারে বেশ কিছু কুলিং ফ্যান পাওয়া যায়। সেগুলি বেশ কার্যকরী হতে পারে।
7/ 7
অনেক সময় ফোনের সার্কিটে কোনও সমস্যা থাকলে ফোন গরম হতে পারে। সেক্ষেত্রে সমস্যা ঠিক কোথায় তা আগে নির্ধারণ করতে হবে।
ফোন খুবই দরকারি একটা জিনিস। এই তীব্র গরমে মানুষের যেমন হাঁসফাস অবস্থা, তেমনই হাতের স্মার্টফোনেরও অবস্থা বেশ খারাপ। তাপপ্রবাহের জেরে অনেকেরই স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে।