1/ 6


আজ, ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে Samsung-এর Monsoon সেল। এই সেলে সস্তায় পাওয়া যাবে Samsung-এর স্মার্টফোন, টিভি, মোবাইল অ্যাকসেসরিজ। ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চলবে এই সেল।
2/ 6


এই মনসুন সেলে Galaxy M-সিরিজের যে কোনও স্মার্টফোন কিনলে পেয়ে যাবেন ৫% ক্যাশব্যাক। HDFC ব্যাঙ্কের গ্রাহকরা পেয়ে যাবেন অতিরিক্ত ৫% ছাড়।
3/ 6


Amazon Pay ব্যবহার করে পেমেন্ট করলে পেয়ে যাবেন আরও ১৫% ক্যাশব্যাক। এক সপ্তাহএর এই সেলে আপনি পেয়ে জেতেপারেন ১৫০০ টাকার ক্যাশব্যাক, যদি Amazon Pay দিয়ে পেমেন্ট করেন।
4/ 6


এছাড়াও গ্রাহকরা পেতে যাবে ১৫০০০ টাকার Make My Trip-এর ট্র্যাভেল ভাউচার আর ১০০০০ টাকার OYO-র হোটেল ভাউচার।
5/ 6


এই সেলে Samsung-এর টিভিতে পেয়ে হাবেন 45% অবধি ছাড়। আর অ্যাকসেসরিজে পেয়ে যাবেন 60% পর্যন্ত ছাড়। ফ্রিজ আর ওয়াশিং মেশিনে পাওয়া যাবে 30% পর্যন্ত ছাড়।