সংস্থার তরফে জানানো হয়েছে, স্মার্টফোনটি তৈরি হবে যৌথ উদ্যোগে৷ ২০২১-এ ভারতে তৈরি হবে জিও-গুগলের স্মার্টফোন ৷ গত ১৫ জুলাই বার্ষিক বৈঠকে স্মার্টফোন পরিকল্পনার কথা ঘোষণা করেন রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি৷ গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে স্মার্টফোন তৈরি হচ্ছে ৷ ৪জি বা ৫জি স্মার্টফোন তৈরি করবে জিও ৷ ফোনে থাকবে গুগলের অপারেটিং সিস্টেম ৷ আধুনিক প্রযুক্তির স্মার্টফোন তৈরি হবে ৷
ঘটনা হল, ইতিমধ্যেই ফোনের পরিকল্পনা শুরু করে দিয়েছে দুই সংস্থা। আর এতেই চিনা সংস্থাগুলোর কপালে চিন্তার ভাঁজ। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী কয়েক মাসে ব্যবসায়িক কৌশলে বেশ কিছু বদল আনতে চলেছে চিনা সংস্থাগুলো। অনেকেই বলছেন-সবটাই জিও এফেক্ট। এমনিতেই ভারতে সস্তা ও মাঝারি স্মার্টফোনের বিপুল চাহিদা রয়েছে ৷ বছরে ১৫ হাজার কোটি টাকার ব্যবসা হয় এ দেশে ৷ এর ৬০% স্মার্টফোনের বাজার ৪টি চিনা সংস্থার দখলে ৷ শাওমি, ওপো, ভিভো, রিয়ালমির দখলে বাজার ৷ ফোনের যন্ত্রাংশেও চিনা সংস্থার রমরমা ৷
এই বাজার দখলেই এবার ঝাঁপাচ্ছে জিও ফোন। বাড়তি সুবিধা জিও নেটওয়ার্ক। প্রযুক্তি গবেষণা সংস্থা CANALYS জানাচ্ছে, জিও-র নতুন স্মার্টফোন বাজারে এলে অনেক হিসাব উল্টে যাওয়ার সম্ভাবনা। ভারতের বাজার নিয়ে চিনা সংস্থাগুলিকে নতুন করে ভাবতে হবে ৷ ২০১৮ সালে প্রথম বার জিও স্মার্টফোন বাজারে আনে রিলায়েন্স। ১ কোটি মানুষ সস্তার সেই স্মার্টফোন ব্যবহার করেছেন। এবার চিনের ঘুম ছুটিয়ে নতুন ফোন আনছে রিলায়েন্স ৷