আগামী বছরেই দুর্দান্ত ডেটা স্পিড 5G বাজারে আনতে তৈরি রিলায়েন্স জিও৷ বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (43rd Annual General Meeting) বড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি৷ তিনি জানালেন, সম্পূর্ণ 5G সলিউশন তৈরি করে ফেলেছে জিও৷ সরকার স্পেকট্রাম দিলেই আগামী বছর মেড ইন ইন্ডিয়া 5G লঞ্চ করবে জিও৷