রেফ্রিজারেটর ছাড়া গৃহস্থালি কাজ সামলানোর কথা আজকাল আর ভাবাই যায় না। গ্রীষ্মপ্রধান দেশে এর চাহিদা সব সময়ই বেশি। গরমকালে সেই চাহিদা আরও বেড়ে যায়। অতিরিক্ত তাপমাত্রা কারণে যে কোনও খাবার বাইরে রাখা হলে তা দ্রুত নষ্ট হতে শুরু করে। এই পরিস্থিতিতে ফল হোক বা শাকসবজি অথবা রান্না করা অতিরিক্ত খাবার— সবই ফ্রিজে রাখতে হয়।
রেফ্রিজারেটর এই সব খাদ্য সামগ্রী অনেকদিন পর্যন্ত টাটকা রাখতে পারে একটি নির্দিষ্ট তাপমাত্রায়। তবে সমস্যা হয় তখন, যখন দেখা যায় নিত্য প্রয়োজনীয় রেফ্রিজারেটরটি ঠিক মতো ঠান্ডা হচ্ছে না। এমন ঘটলে প্রথমেই যেটা মনে হয় তা হল, ফ্রিজ খারাপ হয়ে গেছে। তখনই খবর দেওয়া হয় মেরামতির দোকানে বা কাস্টমার কেয়ারে। কিন্তু বেশ কিছু সাধারণ কারণেও ফ্রিজ কম ঠান্ডা হতে পারে। দেখে নেওয়া যাক এক নজরে—