সেলে Realme 7 ও Realme 7 Pro ফোনে প্রায় ১০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ৬ GB + ৬৪ GB স্টোরেজ অপশনে ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Realme 7 ফোন। অন্য দিকে, ৮ GB + ১২৮ GB স্টোরেজ অপশনে ফোনটির দাম শুরু হবে ১৫,৯৯৯ টাকা থেকে। এগুলির পাশাপাশি, RealPublic সেলে ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে প্রো মডেল। আর ২০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে প্রো মডেলের টপ ভ্যারিয়েন্ট। একই সঙ্গে ফোন কেনার সময় HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ডে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
Realme X50 Pro - বর্তমানে ৩৪, ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ৮ GB + ১২৮ GB স্টোরেজ অপশনের Realme X50 Pro ফোন। অন্য দিকে, ৮ GB + ১২৮ GB স্টোরেজ অপশনে ফোনটির দাম শুরু হবে ৪০,৯৯৯ টাকা থেকে। দু'টি ভ্যারিয়েন্টেই ৭,০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে Flipkart ও Realme India-র ওয়েবসাইটে HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে কিনলে মিলছে আরও ১০ শতাংশ ছাড়। উল্লেখ্য, Realme X50 Pro ফোনে থাকছে 5G কানেক্টিভিটি, ৪,২০০ mAh ব্যাটারি ও ৬৫ W ফাস্ট চার্জিং। ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 SoC (Qualcomm Snapdragon 865 SoC) প্রসেসর।
RealPublic Sale-এ বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে Realme Narzo 20 Pro ডিভাইজে। এক্ষেত্রে ৬ GB + ৬৪ GB স্টোরেজ অপশনে ফোনটির দাম শুরু হবে ১৩,৯৯৯ টাকা থেকে। অন্য দিকে, ৮ GB + ১২৮ GB স্টোরেজ অপশনে ফোনটির দাম শুরু হবে ১৫,৯৯৯ টাকা। এক্ষেত্রে HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ডে আরও আকর্ষণীয় ছাড় মিলছে। উল্লেখ্য, Narzo 20 Pro-তে থাকছে মিডিয়াটেক হেলিও G95 (MediaTek Helio G95), ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৪,৫০০ mAh ব্যাটারি।
Realme Smart TV 55 - 4K Realme স্মার্ট টিভিতে প্রায় ৩,০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে Realme India-এর ওয়েবসাইট ও Flipkart-এ ৩৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Realme Smart TV 55। টিভির আসল দাম ৪২,৯৯৯ টাকা। টিভি কিনতে গেলে Flipkart Axis Bank ক্রেডিট কার্ডে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি প্রতি মাসে ৭,১৬৭ টাকার নো কস্ট EMI-এর সুবিধাও রয়েছে।