

আজ, ১১ সেপ্টেম্বর ফের একবার ফ্ল্যাস সেলে পাওয়া যাচ্ছে Realme নাজেত স্মার্টফোন Narzo 10A। মে মাসে ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল। দুপুর ১২টা থেকে Flipkart ও Realme.com থেকে এই ফোন পাওয়া যাচ্ছে। Realme Narzo 10A -এর দাম ৮,৯৯৯ টাকা। বেশ কিছু অফারও রয়েছে এই ফোনে।


Realme Narzo 10A স্মার্টফোনের 3GB + 32GB ভেরিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। আর 4GB + 64GB ভেরিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোনটি কেনার সময় Axis Bank Buzz ক্রেডিট কার্ড ব্যবহার করলে গ্রাহকরা পেয়ে যাবেন ৫ শতাংশ ডিসকাউন্ট। আবার যদি কেও Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে পেয়ে যাবেন ৫ শতাংশ ছাড়। এছাড়াও ফোনটির নো কস্ট ইএমআই অফার শুরু হয়েছে ১,০০০ টাকা থেকে।


Realme Narzo 10A স্পেসিফিকেশন - ডুয়াল সিম Realme Narzo 10A-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে Realme UI । এই ফোনে ৬.৫ ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে, যার পিক্সেল রেজোলিউশন ১৬০০x৭২০। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G70 চিপসেট, 3GBRAM আর 32GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়িয়ে নিতে পাড়বে গ্রাহকরা। দুটি রঙে পাওয়া যাবে ফোনটি - সাদা আর নীল।


Realme Narzo 10A ক্যামেরা - Realme Narzo 10A'র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। তাতে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।