জানা গিয়েছে যে, Realme চিনে তাদের নতুন Realme ১১ সিরিজের ফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Realme 11, Realme 11 Pro এবং Realme 11 Pro+ 5G ফোন লঞ্চ করা হয়েছে। Realme ১১ সিরিজের এই নতুন ফোনে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক এবং উন্নত ফিচার। এছাড়াও জানা গিয়েছে যে, Realme ১১ সিরিজিরে নতুন এই ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ক্যামেরা। Realme কোম্পানির ১১ সিরিজের নতুন একটি ফোনে ব্যবহার করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। Realme 11 Pro+ ফোনটি ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে।
Realme 11 Pro+-এর পিছনে ফটোগ্রাফির জন্য সুপার OIS এবং f/১.৬৯ অ্যাপারচার সাপোর্ট সহ ২০০ মেগাপিক্সেল Samsung HP৩ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও, এতে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো-সেন্সর দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অর্থাৎ ক্যামেরার দিক থেকে দেখতে গেলে এই ফোনে বেশ আধুনিক এবং উন্নত ক্যামেরা ব্যবহার করা হয়েছে।