হোম » ছবি » প্রযুক্তি » ২০০ মেগাপিক্সেল ক্যামেরা! Realme 11 Pro+ 5G কি হয়ে উঠবে আপনার স্বপ্নের ফোন?

Realme 11 Pro+ 5G: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, Realme 11 Pro+ 5G কি হয়ে উঠবে আপনার স্বপ্নের ফোন?

  • 17

    Realme 11 Pro+ 5G: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, Realme 11 Pro+ 5G কি হয়ে উঠবে আপনার স্বপ্নের ফোন?

    জনপ্রিয় মোবাইল কোম্পানি Realme একটি নতুন সিরিজের ফোন লঞ্চ করেছে। এবার তারা নিয়ে এল ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত একটি ধামাকাদার ফোন।

    MORE
    GALLERIES

  • 27

    Realme 11 Pro+ 5G: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, Realme 11 Pro+ 5G কি হয়ে উঠবে আপনার স্বপ্নের ফোন?

    জানা গিয়েছে যে, Realme চিনে তাদের নতুন Realme ১১ সিরিজের ফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Realme 11, Realme 11 Pro এবং Realme 11 Pro+ 5G ফোন লঞ্চ করা হয়েছে। Realme ১১ সিরিজের এই নতুন ফোনে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক এবং উন্নত ফিচার। এছাড়াও জানা গিয়েছে যে, Realme ১১ সিরিজিরে নতুন এই ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ক্যামেরা। Realme কোম্পানির ১১ সিরিজের নতুন একটি ফোনে ব্যবহার করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। Realme 11 Pro+ ফোনটি ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে।

    MORE
    GALLERIES

  • 37

    Realme 11 Pro+ 5G: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, Realme 11 Pro+ 5G কি হয়ে উঠবে আপনার স্বপ্নের ফোন?

    দামের কথা বলতে গেলে, ১২ GB + ২৫৬ GB ভ্যারিয়েন্টে Realme 11 Pro+-এর দাম CNY ১,৯৯৯ অর্থাৎ ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ২৪,০০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে। এটি তার প্রারম্ভিক মূল্য। চিনে এই প্রো মডেলটির বিক্রি শুরু হবে ১৫ মে থেকে।

    MORE
    GALLERIES

  • 47

    Realme 11 Pro+ 5G: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, Realme 11 Pro+ 5G কি হয়ে উঠবে আপনার স্বপ্নের ফোন?

    Realme 11 Pro+-এর ফিচার সম্পর্কে কথা বললে, এতে ডুয়াল-সিম সাপোর্ট সহ একটি ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ (১০৮০ x ২৪১২ পিক্সেল) কার্ভড ডিসপ্লে রয়েছে।

    MORE
    GALLERIES

  • 57

    Realme 11 Pro+ 5G: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, Realme 11 Pro+ 5G কি হয়ে উঠবে আপনার স্বপ্নের ফোন?

    Realme-র এই নতুন ফোন Android ১৩ ভিত্তিক কোম্পানির Realme UI ৪.০ কাস্টম স্কিনে চলে। এতে Mali-G68 GPU এবং ১২ GB পর্যন্ত RAM-সহ একটি অক্টা-কোর ৬ nm MediaTek Dimensity ৭০৫০ প্রসেসর রয়েছে।

    MORE
    GALLERIES

  • 67

    Realme 11 Pro+ 5G: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, Realme 11 Pro+ 5G কি হয়ে উঠবে আপনার স্বপ্নের ফোন?

    Realme 11 Pro+-এর পিছনে ফটোগ্রাফির জন্য সুপার OIS এবং f/১.৬৯ অ্যাপারচার সাপোর্ট সহ ২০০ মেগাপিক্সেল Samsung HP৩ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও, এতে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো-সেন্সর দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অর্থাৎ ক্যামেরার দিক থেকে দেখতে গেলে এই ফোনে বেশ আধুনিক এবং উন্নত ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

    MORE
    GALLERIES

  • 77

    Realme 11 Pro+ 5G: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, Realme 11 Pro+ 5G কি হয়ে উঠবে আপনার স্বপ্নের ফোন?

    ব্যাটারি সম্পর্কে কথা বলতে গেলে, Realme 11 Pro+ ফোনে ১০০ W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ mAh ব্যাটারি রয়েছে। নিরাপত্তার জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।

    MORE
    GALLERIES