Realme 10W Wireless Charger-টির ডিজাইন অনান্য বাকি চার্জের থেকে বেশ আকর্ষণীয়। এটি গোলাকার ডিজাইনের সঙ্গে এসেছে। এতে বিশেষ ম্যাট সফট পেন্ট ব্যবহার করেছে রিয়েলমি, যার ফলে ডিভাইসে স্ক্রাচ থেকে রক্ষা করে। একদম মাঝখানে রয়েছে কোম্পানির লোগো। এটি পকেট সাইজ চার্জার যা মাত্র ৯এমএম পাতলা,এর ফলে খুব সহজেই এটিকে গ্রাহকরা নিয়ে ঘুরতে পারবে।
এই ওয়্যারলেস চার্জার খুব তাড়াতাড়ি Realme Buds Air কে চার্জ করতে পারে। যা QI প্রোটোকল সাপোর্টের সঙ্গে আসে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। 5V/2A, 9V/2A এবং ১৮ ওয়াট সর্বোচ্চ ইনপুট উপলব্ধ। আবার আউটপুটের জন্য এতে কুইকচার্জ ২.০ ও কুইকচার্জ ৩.০ চার্জারের সঙ্গে সর্বোচ্চ কোনও ডিভাইসকে ১০ ওয়াট স্পিডে চার্জ করতে পারবে।