অনেক সময় ভেজাল তেল দিয়েও আপনাকে ঠকানো হতে পারে। সেক্ষেত্রে ফিল্টার পেপার টেস্ট করে নিতে পারেন কোনওরকম সন্দেহ হলেই। নিয়ম অনুযায়ী, যে কোনও পেট্রোল পাম্পে ফিল্টার পেপার রাখা বাঞ্চনীয়। ফিল্টার পেপারে কয়েক ফোঁটা তেল ফেললেই সবটা পরিষ্কার হয়ে যাবে। ফিল্টার পেপারে কোনও দাগ না থাকলে বুঝবেন তেল খাঁটি।