হোম » ছবি » প্রযুক্তি » একশো, দুশো টাকার পেট্রোল ভরান বাইকে! জেনে নিন কীভাবে ঠকানো হচ্ছে আপনাকে

একশো, দুশো টাকার পেট্রোল ভরান বাইকে! জেনে নিন কীভাবে ঠকানো হচ্ছে আপনাকে

  • 15

    একশো, দুশো টাকার পেট্রোল ভরান বাইকে! জেনে নিন কীভাবে ঠকানো হচ্ছে আপনাকে

    অনেকেই পেট্রোল পাম্পে গিয়ে ১০০, ২০০ টাকার পেট্রোল ভরান বাইক বা গাড়িতে। এক্ষেত্রে কিন্তু আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কয়েকটি টিপস আমরা আপনাদের বলব। সেগুলো ফলো করলে আপনাকে পেট্রোল পাম্পের লোকজন ঠকাতে পারবে না।

    MORE
    GALLERIES

  • 25

    একশো, দুশো টাকার পেট্রোল ভরান বাইকে! জেনে নিন কীভাবে ঠকানো হচ্ছে আপনাকে

    পেট্রোল ভরানোর সময় সবার আগে দেখে নেবেন রিডিং জিরো আছে কিনা! তেল যতক্ষণ ভরবেন, টানা নজর রাখবেন মিটারে। ফুয়েল নজেল-এ নজর রাখলে তো আরও ভাল।

    MORE
    GALLERIES

  • 35

    একশো, দুশো টাকার পেট্রোল ভরান বাইকে! জেনে নিন কীভাবে ঠকানো হচ্ছে আপনাকে

    অনেক সময় ভেজাল তেল দিয়েও আপনাকে ঠকানো হতে পারে। সেক্ষেত্রে ফিল্টার পেপার টেস্ট করে নিতে পারেন কোনওরকম সন্দেহ হলেই। নিয়ম অনুযায়ী, যে কোনও পেট্রোল পাম্পে ফিল্টার পেপার রাখা বাঞ্চনীয়। ফিল্টার পেপারে কয়েক ফোঁটা তেল ফেললেই সবটা পরিষ্কার হয়ে যাবে। ফিল্টার পেপারে কোনও দাগ না থাকলে বুঝবেন তেল খাঁটি।

    MORE
    GALLERIES

  • 45

    একশো, দুশো টাকার পেট্রোল ভরান বাইকে! জেনে নিন কীভাবে ঠকানো হচ্ছে আপনাকে

    সন্দেহ হলে পেট্রোল পাম্প থেকে পাঁচ লিটার জার চেয়ে পরীক্ষা করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে সঠিক পরিমাণ তেল দেওয়া হচ্ছে কি না তা সহজেই পরীক্ষা করে নিতে পারবেন। তবে সব সময় লিটার মেপে তেল ভরানোই ভাল। একশো বা দুশো টাকার তেল না ভরালে ঠকার সম্ভাবনা কম। 

    MORE
    GALLERIES

  • 55

    একশো, দুশো টাকার পেট্রোল ভরান বাইকে! জেনে নিন কীভাবে ঠকানো হচ্ছে আপনাকে

    আপনি চাইলে যে কোনও সময় যে কোনও পাম্প সম্পর্কে সরাসরি তেল সংস্থার কাছে অভিযোগ জানাতে পারেন। ইন্ডিয়ান অয়েল-এর কাস্টমার কেয়ার নং- 1800-2333-555। ভারত পেট্রোলিয়ামের কাস্টমার কেয়ার নং- 1800224344। এছাড়া কোম্পানির ওয়েবসাইটে গিয়েও অভিযোগ দায়ের করতে পারেন।

    MORE
    GALLERIES