গুগল প্লে স্টোর থেকে সরার পর তবে কি এবার মোবাইলেও বন্ধ হয়ে যাবে Paytm অ্যাপ? জেনে নিন
প্লে স্টোর থেকে Paytm কে সরিয়ে নেওয়ার পরেই ব্যবহারকারীদের অনেকের মনেই প্রশ্ন জেগেছে আর Paytm করা সম্ভব কিনা? অ্যাপের ওয়ালেটে জমা টাকাগুলোরই বা কি হবে?


আচমকা গুগল প্লে স্টোর থেকে উধাও Paytm অ্যাপ ৷ জানা গিয়েছে পলিসি ভায়োলেশনের দায়েই পেমেন্ট অ্যাপ Paytm-কে প্লে স্টোরকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ আপাতত গুগল প্লে স্টোর থেকে পেমেন্ট অ্যাপ Paytm আর ডাউনলোড করা সম্ভব নয় ৷ প্লে স্টোর থেকে Paytm কে সরিয়ে নেওয়ার পরেই ব্যবহারকারীদের অনেকের মনেই প্রশ্ন জেগেছে আর Paytm করা সম্ভব কিনা? অ্যাপের ওয়ালেটে জমা টাকাগুলোরই বা কি হবে?


উল্লেখ্য, Paytm-এর পেমেন্ট অ্যাপ সরিয়ে নেওয়া হলেও এই সংস্থার অন্যান্য অ্যাপ যেমন Paytm for Business, Paytm Mall, Paytm Money-এর মতো অ্যাপগুলি এখন প্লে স্টোরে রয়েছে ৷


এছাড়া গুগল প্লে স্টোর থেকে সরলেও Paytm পেমেন্ট অ্যাপ এখনও অ্যাপল অ্যাপ স্টোরে রয়েছে এবং সেখান থেকে অ্যাপটি ডাউনলোডও করা যাচ্ছে ৷


আচমকা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ সরিয়ে নেওয়ার খবরে Paytm উপভোক্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে ৷ জল্পনা বাড়ার আগেই তড়িঘড়ি ট্যুইটারে বিবৃতি দিয়েছে Paytm ৷ তাতে বলা হয়েছে, ‘নতুন ডাউনলোড বা আপডেটের জন্য Paytm অ্যান্ড্রয়েড অ্যাপটি সাময়িক ভাবে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না৷ খুব শিগগিরই তা ফিরে আসবে৷ আপনাদের সমস্ত অর্থই নিরাপদ এবং সুরক্ষিত রয়েছে৷ Paytm অ্যাপটিও আগের মতোই ব্যবহার করা যাচ্ছে৷’


অর্থাৎ অ্যাপ প্লে স্টোর থেকে সরলেও তার প্রভাব মোবাইলে অ্যাপ ব্যবহারে পড়ছে না ৷ গ্রাহকেরা আগের মতোই এই অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন ৷ Representative Image