নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp, এবার কোডে শেয়ার করুন নম্বর
Bangla Editor
1/ 5
নতুন নতুন ফিচার এনে সবসময়েই আপডেটেড আর জনপ্রিয় থাকে হোয়াটসঅ্যাপ। কখনও নম্বর বদলানোর সুবিধা, কখনও বা ভয়েস রেকর্ডিং, কখনও টাকা পাঠানো। ফের আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। (Photo collected)
2/ 5
সম্প্রতি নতুন ফিচারের কথা ঘোষণা করে হোয়াটসঅ্যাপ ৷ শীঘ্রই অ্যান্ড্রয়ড ও iOS ব্যবহারকারীদের কাছে চলে আসবে এই ফিচারটি ৷ (Photo Collected)
3/ 5
অন্যের নম্বর শেয়ার করতে হোয়াটস অ্যাপে আসতে চলেছে কিউ আর কোড। এই কোড স্ক্যান করে সরাসরি নম্বর দেখা যাবে হোয়াটস অ্যাপে। (Photo collected)
4/ 5
নতুন বছরেই এই ফিচারের হোয়াটস অ্যাপে যোগ হতে পারে । (Photo collected)
5/ 5
কয়েকদিন আগেই স্টিকার ফিচার নিয়ে হাজির হন তারা। স্টিকার ফিচারের জন্য টেক্সট বক্সে থাকা স্টিকার বাটনে ক্লিক করতে হবে। তার পর প্রয়োজনীয় স্টিকার সিলেক্ট করে সেটা বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করলেই হবে। (Photo collected)