WhatsApp Companion Mode: এবার থেকে এক সঙ্গে একাধিক স্মার্টফোনে খোলা যাবে Whatsapp-এর একটি অ্যাকাউন্ট। খুব শীঘ্রই চালু হতে চলেছে Whatsapp-এর মাল্টি ডিভাইস কম্প্যাটিবিলিটি ফিচার। এখন WhatsApp ওয়েব ভার্সন ব্যবহার করা আরও অনেক সহজ হয়েছে। WhatsApp-এর এই নতুন ফিচার চালু হয়ে গেলে ইউজারদেরার বেশি সুবিধা হবে।
WABetainfo-র দেওয়া তথ্য অনুযায়ী WhatsApp নতুন কম্প্যানিয়ন মোডের উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। WhatsApp ইউজাররা অনেক দিন ধরেই এই ধরনের মোড নিয়ে আসার কথা বলছিল। এ বার WhatsApp ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে নতুন এই মোড। এই মোডের মাধ্যমে ইউজাররা একটি মোবাইল নম্বরের মাধ্যমে একটি WhatsApp অ্যাকাউন্ট দুটি ফোনে চালু করতে পারবে।
টিপস্টার (Tipster) একটি স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছে যে, WhatsApp এর এই নতুন ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি ফোনেই পরীক্ষা করা হচ্ছে। জানা গিয়েছে যে নতুন এই ফিচারের মাধ্যমে একটি ডিভাইসে WhatsApp ব্যবহার করার সময় আরেকটি ডিভাইসে অটোমেটিক লগ আউট হয়ে যাবে WhatsApp। কিন্তু সবসময় সব মেসেজ এবং ফাইল ডিলিট করার প্রয়োজন হবে না।