অবশেষে ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab S7 FE এবং Galaxy Tab A7 Lite। ট্যাবলেট দু’টি অ্যামাজন, ভারতে স্যামসাংয়ের ওয়েবসাইট, এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে। ২৩ জুন থেকে Galaxy Tab S7 FE এবং Galaxy Tab A7 Lite-এর সেল শুরু হবে। কোম্পানি দাবি করেছে যে, নতুন ট্যাবলেটগুলি গ্রাহকদের অন্য কোন স্যামসাং গ্যালাক্সি প্রোডাক্টের সঙ্গে খিব সহজেই জুড়ে থাকতে পারবেন।