হোম » ছবি » প্রযুক্তি » বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি-সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab S7 FE

বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি-সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab S7 FE, জেনে নিন দাম

  • 15

    বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি-সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab S7 FE, জেনে নিন দাম

    অবশেষে ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab S7 FE এবং Galaxy Tab A7 Lite। ট্যাবলেট দু’টি অ্যামাজন, ভারতে স্যামসাংয়ের ওয়েবসাইট, এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে। ২৩ জুন থেকে Galaxy Tab S7 FE এবং Galaxy Tab A7 Lite-এর সেল শুরু হবে। কোম্পানি দাবি করেছে যে, নতুন ট্যাবলেটগুলি গ্রাহকদের অন্য কোন স্যামসাং গ্যালাক্সি প্রোডাক্টের সঙ্গে খিব সহজেই জুড়ে থাকতে পারবেন।

    MORE
    GALLERIES

  • 25

    বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি-সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab S7 FE, জেনে নিন দাম

    Samsung Galaxy Tab S7 FE-তে রয়েছে ১২.৪ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। যার রেজোলিউশন ২৫৬০x১৬০০ পিক্সেল এবাং ৬০ হার্টজ স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট। ট্যাবটির ওজন ৬০৮ গ্রাম আর এর ৬.৩ এমএম পাতলা। গ্যালাক্সি ট্যাব এস৭ এফই অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে চলবে। আর এর সঙ্গে গ্রাহকরা পেয় যাবেন SPen -ও।

    MORE
    GALLERIES

  • 35

    বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি-সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab S7 FE, জেনে নিন দাম

    ট্যাবটি স্ন্যাপড্রগন ৭৫০জি প্রসেসর দ্বারা পরিচালিত, সঙ্গে আছে ৪ জিবি + ৬ র‌্যাম ও ৬৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা থাকছে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 5 আর ব্লুটুথ ভি৫.০।

    MORE
    GALLERIES

  • 45

    বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি-সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab S7 FE, জেনে নিন দাম

    ছবি তোলার জন্য গ্যালাক্সি ট্যাব এস৭ এফই-এর সামনে ৫ মেগাপিক্সেল ও পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। দুটি ক্যামেরাতেই ফুল এইচডি ভিডিও স্যুট করা যাবে। পাওয়ারের জন্য ট্যাবে ১০,০৯০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

    MORE
    GALLERIES

  • 55

    বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি-সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab S7 FE, জেনে নিন দাম

    Samsung Galaxy Tab S7 FE এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৪৬,৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫০,৯৯৯ টাকা। ৪টি রঙে পাওয়া যাবে ট্যাবটি - মিস্টিক ব্ল্যাক, মিস্টিক পিঙ্ক, মিস্টিক গ্রীন, এবং মিস্টিক সিলভার।

    MORE
    GALLERIES