Jio Calendar Month Validity plan: রিলায়েন্স জিও (Reliance Jio) অবিশ্বাস্য এক স্বয়ংক্রিয় প্ল্যান এনেছে বাজারে। সম্প্রতি রিলেয়েন্স জিও নিয়ে এসেছে ‘ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটি’(Calendar Month Validity) প্ল্যান। এর বিশেষত্ব হল, ঠিক যে দিন রিচার্জ করা হবে, প্রতি মাসে সেই একই দিনে স্বয়ংক্রিয় ভাবেই প্ল্যানটি চালু হয়ে যাবে।
রিলায়েন্স জিও-র (Reliance Jio) এই নতুন ‘ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটি’(Calendar Month Validity) প্ল্যানটি রিচার্জ করতে গ্রাহকদের প্রতি মাসে ২৫৯ টাকা খরচ করতে হবে। প্রতিদিন এই প্ল্যানে ১.৫জিবি ডেটা পেয়ে যাবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গেই আবার থাকছে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করা-সহ আরও একগুচ্ছ সুবিধা। এ বিষয়ে জিও-র তরফ থেকে বলা হয়েছে, “এই ২৫৯ টাকার প্ল্যানটি অনন্য একটি প্ল্যান! এই উদ্ভাবনটি জিও প্রিপেড ব্যবহারকারীদের প্রতি মাসে মাত্র একটি রিচার্জের তারিখ মনে রাখতে সাহায্য করবে।”
এ ছাড়াও গ্রাহক চাইলে একই সঙ্গে একাধিক বার এই প্ল্যানটি রিচার্জ করিয়ে নিতে পারবেন। সংস্থার তরফ থেকে বলা হচ্ছে, “অগ্রিম রিচার্জ করা থাকলে এই প্ল্যানে আরও একটি সুবিধা পাওয়া যেতে পারে। বর্তমান সক্রিয় প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার তারিখে স্বয়ংক্রিয় ভাবেই সক্রিয় হয়ে যাবে অগ্রিম রিচার্জ করে রাখা প্ল্যান। ফলে রিচার্জের ঝক্কি থেকে মানসিক শান্তি পাবেন গ্রাহকরা।” রিলায়েন্স জিও-র নতুন এবং পুরনো সব গ্রাহকই এই ২৫৯ টাকার প্ল্যানের সুবিধা পেতে পারেন। এক নজরে দেখে নিন রিলায়েন্স জিও ২৫৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।
২৮ মার্চ লঞ্চ করা এই প্ল্যান একটু অন্যরকম। এর আগে এমন কোনও প্ল্যান নিয়ে আগে নিয়ে আসেনি রিলায়েন্স জিও। অনেকটা পোস্টপেডের মতোই সেই প্রিপেড প্ল্যান। প্রিপেড কাস্টমারদের জন্য রিলায়েন্স জিও-র সেই প্ল্যানের নাম ‘ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটি’ (Calendar Month Validity) প্ল্যান। এই প্ল্যানের বিশেষত্ব হল, ঠিক যে দিন রিচার্জ করা হবে, প্রতি মাসে সেই একই দিনে স্বয়ংক্রিয় ভাবেই প্ল্যানটি চালু হয়ে যাবে। এই ধরনের প্ল্যান সচরাচর পোস্টপেডের ক্ষেত্রেই দেখা যায়।