মহাকাশে গিয়ে সেলফি তুলতে চান ? NASA নিয়ে এসেছে নতুন অ্যাপ
Bangla Editor
1/ 7
নাসা একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে যাতে আপনি ভার্চুয়াল স্পেসসুটে অসাধারণ সব কসমিক লোকেশনে ছবি তুলতে পারবেন। ওরিয়ন নেবুলা বা মিল্কিওয়ে গ্যালাক্সিতে দাঁড়িয়ে সেলফি তোলার চাহিদা মেটাবে এই অ্যাপ। (Image: NASA)
2/ 7
স্পিৎজার স্পেস টেলিস্কোপের আনুষ্ঠানিক উদ্ধোধনের ১৫তম বার্ষিকী উপলক্ষে এই চমৎকার অ্যাপ সাধারণের জন্য নিয়ে এল নাসা। (Image: Twitter)
3/ 7
এই সেলফি অ্যাপে সহজেই আপনি নিজের পছন্দের মতো মহাজাগতিক এলাকা বেছে নিয়ে ছবি তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। (Image: Twitter)
4/ 7
কি ভাবে তুলবেন এই সেলপি - এই সেলফি অ্যাপের বিশেষত্ব হল- যে কোনো স্থানে দাঁড়িয়ে নিজের ছবি তুলতে হবে, তার পর পছন্দ মতো মহাকাশের ব্যাকগ্রাউন্ড পিছনে দিয়ে তা শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়। (Image: Twitter)
5/ 7
আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ধরনের মোবাইলেই সমান ভাবে কাজ করবে এই নতুন অ্যাপ। উল্লেখ্য, স্পিৎজার স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা ছবিগুলিকেই অ্যাপে জায়গা দিয়েছে নাসা। (Image: Twitter)
6/ 7
নাসা সেলফিস অ্যাপ্লিকেশনের পাশাপাশি ইউএস স্পেস এজেন্সিও একটি এক্সোপ্ল্যানেট এক্সারশন ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) অ্যাপ্লিকেশন চালু করেছে যাতে ভিআর ব্যবহারকারীরা TRAPPIST-1 গ্রহের সফরে বেরোতে পারবেন। (Image: Twitter)
7/ 7
এক্সপ্ল্যানেট এক্সারশন ভার্চুয়াল রিয়ালিটি অ্যাপ্লিকেশন টি ভিআর ব্যবহারকারীদের ট্র্যাপিস্ট -1 গ্রহের ট্যুরের জন্যই তৈরি। ট্র্যাপিস্ট-1 হল একমাত্র পরিচিত এক্সোপ্ল্যানেট সিস্টেম যাতে রয়েছে প্রায় সাতটি পৃথিবী-আকারের গ্রহ। (Image: Twitter)
মহাকাশে গিয়ে সেলফি তুলতে চান ? NASA নিয়ে এসেছে নতুন অ্যাপ
নাসা একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে যাতে আপনি ভার্চুয়াল স্পেসসুটে অসাধারণ সব কসমিক লোকেশনে ছবি তুলতে পারবেন। ওরিয়ন নেবুলা বা মিল্কিওয়ে গ্যালাক্সিতে দাঁড়িয়ে সেলফি তোলার চাহিদা মেটাবে এই অ্যাপ। (Image: NASA)
মহাকাশে গিয়ে সেলফি তুলতে চান ? NASA নিয়ে এসেছে নতুন অ্যাপ
কি ভাবে তুলবেন এই সেলপি - এই সেলফি অ্যাপের বিশেষত্ব হল- যে কোনো স্থানে দাঁড়িয়ে নিজের ছবি তুলতে হবে, তার পর পছন্দ মতো মহাকাশের ব্যাকগ্রাউন্ড পিছনে দিয়ে তা শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়। (Image: Twitter)
মহাকাশে গিয়ে সেলফি তুলতে চান ? NASA নিয়ে এসেছে নতুন অ্যাপ
আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ধরনের মোবাইলেই সমান ভাবে কাজ করবে এই নতুন অ্যাপ। উল্লেখ্য, স্পিৎজার স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা ছবিগুলিকেই অ্যাপে জায়গা দিয়েছে নাসা। (Image: Twitter)
মহাকাশে গিয়ে সেলফি তুলতে চান ? NASA নিয়ে এসেছে নতুন অ্যাপ
এক্সপ্ল্যানেট এক্সারশন ভার্চুয়াল রিয়ালিটি অ্যাপ্লিকেশন টি ভিআর ব্যবহারকারীদের ট্র্যাপিস্ট -1 গ্রহের ট্যুরের জন্যই তৈরি। ট্র্যাপিস্ট-1 হল একমাত্র পরিচিত এক্সোপ্ল্যানেট সিস্টেম যাতে রয়েছে প্রায় সাতটি পৃথিবী-আকারের গ্রহ। (Image: Twitter)