বেশ কিছু কয়েক মাসে ধরে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে LPG সিলিন্ডারের দাম। যার জেরে মধ্যবিত্তের হেঁশেলে একপ্রকার আগুন লাগারই উপক্রম হয়েছে। এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিংয়ের জন্য বড় সংখ্যক মানুষ এখন ডিজিটাল পেমেন্ট কোম্পানি পেটিএম (Paytm) ব্যবহার করে থাকেন ৷ এলপিজি সিলিন্ডার বুকিংয়ের জন্য পেটিএম এখন দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ৷ পেটিএম তাদের গ্রাহকদের জন্য নিত্যদিন নতুন নতুন অফার নিয়ে আসে ৷ এবার রান্নার গ্যাসের উপভোক্তাদের জন্য দারুণ অফার নিয়ে হাজির হয়েছে পেটিএম ৷
ব্যবহারকারীরা এবার IVR, মিস কল বা Whatsapp-এর মাধ্যমে বুক করা এলপিজি সিলিন্ডারগুলির পেমেন্ট করতে পারবেন Paytm-এর সাহায্যে। সিলিন্ডার বুকিং করার কয়েক ঘন্টা পরেও পেটিএম-এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। এখই সঙ্গে ব্যবহারকারীরা এখন Paytm অ্যাপের মাধ্যমে ৩টি এলপিজি সিলিন্ডার বুকিং করলে পেয়ে যাবেন ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
এই অফারটির সুবিধা পাবেন ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম, ৩টি কোম্পানির LPG সিলিন্ডারে। গ্রাহকরা এলপিজি সিলিন্ডার বুক করার পর পেটিএম থেকে সিলিন্ডারের ডেলিভারিও ট্র্যাক করতে পারবেন। পেটিম পোস্টপেডে ইনস্টল করার পর গ্রাহকরা সিলিন্ডার বুকিং করার সময় পে লেটার (Pay Later)-এর অপশনও পেয়ে যাবেন।
কী ভাবে LPG Cylinder কিনতে Paytm-এর এই ক্যাশব্যাক অফারটি কী ভাবে পাবেন? সবার প্রথমেই আপনার স্মার্টফোন থেকে Paytm App খুলতে হবে। তারপর লগ ইন করে ফেলুন। এবার হোমপেজে গেলেই Paytm সেকশনে দেখতে পাবেন All Services অপশন। সেখানে ক্লিক করুন। All Services অপশনে ট্যাপ করার পর Recharge And Pay Bill অপশনে ক্লিক করুন।
সেখানে ক্লিক করার পর Book A Cylinder অপশনে ট্যাপ করুন। আপনার গ্যাস প্রোভাইডার অর্থাৎ Bharat Gas, HP Gas বা Indane - আপনি যে সংস্থার গ্যাস ব্যবহার করেন, তা সিলেক্ট করুন। গ্যাস প্রোভাইডারের নাম সিলেক্ট করা হয়ে গেলে, নিজের LPG ID দিয়ে দিন এবং গ্যাস এজেন্সির সঙ্গে নথিভুক্ত থাকা ফোন নম্বর দিয়ে Proceed অপশনে ক্লিক করুন।