রিলায়েন্স জিও (Reliance Jio) নিয়ে এল এক ধামাকা অফার। ক্রিকেটপ্রেমীদের জন্য জিও নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নতুন প্ল্যান। কারণ ভারতে শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022) । আজকাল প্রতিটি প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের সঙ্গে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে ওটিটি সাবস্ক্রিপশন। ইউজার যেমন একদিকে ডেটাপ্যাক ও আনলিমিটেড কলের জন্য রিচার্জ করাচ্ছে তেমনই এক্সট্রা বেনিফিট হিসেবে পাচ্ছে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন।
রিলায়েন্স জিও (Reliance Jio) ৫৫৫ টাকার প্রিপেইড প্ল্যানে দিচ্ছে ডিজনি প্লাস হটস্টারের (Disney+Hotstar) ফ্রি অ্যাকসেস। জিও টেলিকম সংস্থার প্রিপেইড প্ল্যানগুলি চরম প্রতিযোগী হয়ে উঠেছে Airtel ও Vi সহ অন্যান্য টেলিকম এজেন্সির। দারুণ টক্কর দিচ্ছে ওটিটি বেনিফিটসমেত বিভিন্ন প্রিপেইড প্যাকের সঙ্গে। দেখে নেওয়া যাক রিলায়েন্স জিও ওটিটি বেনিফিটসহ কী কী প্ল্যান অফার করছে।
জিও ৫৫৫ টাকার প্রিপেইড প্ল্যান- এই প্রিপেইড প্ল্যানে পাওয়া যাচ্ছে প্রতিদিন ১ জিবি (GB) ডেটা, মোট ৫৫ দিনের জন্য। একই সঙ্গে পাওয়া যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারের (Disney+ Hotstar) সাবস্ক্রিপশন। এছাড়া পাওয়া যাবে বিভিন্ন জিও অ্যাপ যেমন- JioTV, Jio Cinema, Jio News, Jio Security ও JioCloud অ্যাপের ফ্রি অ্যাকসেস।
জিও ৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যান- এই জিও প্রিপেইড প্ল্যান দিচ্ছে প্রতিদিন ২ জিবি ডেটা, মোট ২৮ দিনের জন্য। এই প্রিপেইড প্যাকে মিলবে লোকাল আনলিমিটেড ভয়েস কল ফিচার। এছাড়া পাওয়া যাবে ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন। সেই সঙ্গে মিলবে অন্যান্য জিও অ্যাপ যেমন- Jio Cinema, Jio News, Jio Security, JioCloud অ্যাপের ফ্রি অ্যাকসেস।
জিও ৬০১ টাকার প্রিপেইড প্ল্যান- এই রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান দেবে মোট ৩ জিবি ডেটা, এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে ওটিটি বেনিফিট হিসেবে রয়েছে ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন। এছাড়া রয়েছে বিভিন্ন জিও অ্যাপ যেমন JioTV, Jio Cinema, Jio News, Jio Security ও JioCloud-র ফ্রি অ্যাকসেস।