

বর্তমানে আধার কার্ডের গুরুত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই৷ কাজে লাগবে কিনা, না ভেবে আধার কার্ড করিয়ে নেওয়াই বুদ্ধিমানের৷ বিশেষ করে একাধিক সরকারি প্রকল্প ও আর্থিক লেনদেনে আধার দরকার হয়৷ সে ক্ষেত্রে আধার কার্ডকে সামলে রাখা অত্যন্ত জরুরি৷


কিন্তু আধার কার্ড যদি হারিয়ে যায়? আপনি কোথাও বেড়াত গেলেন, সেখানেই হারিয়ে ফেললেন নিজের আধার কার্ড৷ কিংবা বাড়িতেই কোথাও রেখেছেন, কিছুতেই খুঁজে পাচ্ছেন না৷ হতেই পারে৷ সে ক্ষেত্রে ভয়ের কিছু নেই৷ আধার কার্ড নিজেই ছাপিয়ে নিতে পারবেন অনায়াসে বাড়িতে বসেই৷


কী ভাবে? কম্পিউটারে চলে যান www.uidai.gov.in সাইটে৷ সেখানেই ডুপ্লিকেট আধার কপি পেয়ে যাবেন৷ ওই সাইটে ঢুকে Aadhaar Online Services হেডারে যাবেন৷


সেখানে ঢুকে Retrieve Lost UID/EID নামে একটি অপশন পাবেন৷ সেখানে নিজের নাম, ই-মেল , মোবাইল নম্বর দিয়ে ফর্ম ভরতে হবে৷ আধার নম্বর চাইলেও ওখানেই পাবেন৷


এরপর আপনার মোবাইলে ওটিপি আসবে৷ ওটিপি এন্টার করে ভেরিফাই করুন৷ ভেরিফাই হয়ে গেলেই আপনি ই-মেল বা মোবাইলে আধার নম্বর পেয়ে যাবেন৷