

Google Plus এবং Inbox by Gmail ৷ এই দু’টি সার্ভিস ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে গুগল ৷ এবার আরও একটি পরিষেবা বন্ধের মুখে গুগল ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যেতে চলেছে Google Play Artist Hub ৷


বলে রাখা ভাল যে, ২০১২ সালে এই সার্ভিসটি চালু হয়েছিল ৷ এই সার্ভিসটির মাধ্যমে গায়ক-গায়িকারা গান রেকর্ড করে এখানে আপলোড করতে পারতেন ৷ গানের এনগেজমেন্টের উপর গুগলের তরফে থেকে একটি নির্দিষ্ট টাকাও দেওয়া হয় ৷


বলে রাখা ভাল যে, ২০১২ সালে এই সার্ভিসটি চালু হয়েছিল ৷ এই সার্ভিসটির মাধ্যমে গায়ক-গায়িকারা গান রেকর্ড করে এখানে আপলোড করতে পারতেন ৷ গানের এনগেজমেন্টের উপর গুগলের তরফে থেকে একটি নির্দিষ্ট টাকাও দেওয়া হয় গায়ক কিংবা গায়িকাকে৷


আগামী ৩১ মে পর্যন্ত গানের জনপ্রিয়তার উপর সকল গায়ক-গায়িকাকে টাকা দেওয়া হবে ৷ এরপর ১ জুলাই পুরোপুরি এই সার্ভিসটি ডিলিট করা হবে ৷