স্মার্টফোনের চার্জারটি হারিয়ে বা নষ্ট হয়ে গেলে বাজার থেকে অনেক চার্জার কিনে ফেলি আমরা (Tips to Identify Fake Smartphone Charger)। কিন্তু অনেক ক্ষেত্রেই সেগুলি ভুয়ো হয়ে থাকে। খোলা চোখে আসলের সঙ্গে ভুয়ো চার্জারের পার্থক্য খুঁজে বের করা কঠিন কাজ। কিছু টিপস যাতে কোনটি ভুয়ো তা যাচাই করে নিতে পারবেন সহজেই (How can you tell a fake phone charger)। (Photo Collected)
Samsung-এর আসল ও ভুয়ো চার্জারের মধ্যে পার্থক্য করা বেশ কঠিন (fake vs original samsung charger)। চার্জারের উপর একটি লেখা প্রিন্ট করা থাকে। ভাল করে লক্ষ্য করলে, A+ এবং Made in China লেখার সঙ্গে চার্জারের বৈশিষ্ট্য লেখা আছে কিনা দেখুন। যদি তেমনটা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ভুয়োই হয়ে থাকে। (Photo Collected)