

আজ, ২৫ অগাস্ট ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করবে Oppo। ২০১৫ সালে কোম্পানি লঞ্চ করেছিল Oppo A53। এবার এই ফোনটির নতুন ভার্সন আনছে Oppo। ২০ আগস্ট এই ফোনটিকে কোম্পানি ইন্দোনেশিয়ায় লঞ্চ করেছিল। আজ দুপুর ১২:৩০টা থেকে শুরু হবে ফোন লঞ্চের অনুষ্ঠান। করোনার কারণে অনান্য ফোনের মতো এই ফনটিও অনলাইনেই লঞ্চ করেছে কোম্পানি। গ্রাহকরা Oppo A53 2020 লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে পাবেন Oppo-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।


ইতিমধ্যেই এই ফোনটির একটি টিজার দেখা গিয়েছে ফ্লিপকার্ট -সহ অনান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও। এর থেকে জানা গিয়েছে ফোনটির বেশ কিছু ফিচার্স। জেনে নিন ফোনটির স্পেসিফিকেশন আর সম্ভাব্য দাম...


Oppo A53 2020 ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, যার রিফেশ রেট ৯০ হার্জ আর আসপেক্ট রেশিও ২০:৯। ফোনটির ভিতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর। সঙ্গে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ এর উপ্রএ চলবে কোম্পানির কালার ওএস৭.২ সিস্টেম।


ছবি তোলার জন্য Oppo A53 2020-এর পিছনে রয়েছে তিনটে ক্যামেরা। এতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর। সেলফির জন্য ফোনে রয়েছে এফ/২.০ অ্যাপারচার-সহ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।


ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, 3.5mm হেডফোন জ্যাক আর ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।