সম্প্রতি ফোন ট্যাপিং-এর মামলা উঠে এসেছিল রাজাস্থান থেকে। রাজ্য সরকারের উপরে ফোন ট্যাপিং করানোর অভিযোগ করা হয়। কিন্তু আপনি কি জানেন ফোন ট্যাপিং কাকে বলে? যখন কোনও দুই ব্যক্তির কথোপকথন তাঁদের অজান্তে কেউ রেকর্ডিং করে তৃতীয় কেও সেটি শোনে, তাকে ট্যাপিং বলে। ভারতে শুধুমাত্র এমন ১০টি সংস্থা আছে যাঁদের সরকারের পক্ষ থেকে ফোন ট্যাপিংয়ের অধিকার হয়েছে। জেনে নিন সেই ১০টি সংস্থা কোনগুলি...