

OnePlus-এর নতুন ফোন বাজারে আসা মানেই সেটাকে নিয়ে সবার মধ্যে বাড়তি আগ্রহ থাকবেই ৷ সাধারণত ফ্ল্যাগশিপ ফোনই বাজারে লঞ্চ করে এই সংস্থা ৷ অর্থাৎ সব ফোনগুলিই ৩৫ হাজারের উপরে দাম ৷ যা হয়তো সবার পক্ষে কেনা সম্ভব হয়ে ওঠে না ৷ তবে এবার তুলনায় অনেকটাই সস্তা ‘মিড রেঞ্জ’ সেগমেন্টের ফোন বাজারে এনেছে ওয়ানপ্লাস ৷ যার নাম OnePlus Nord ৷ দাম শুরু ২৪,৯৯৯ টাকা থেকে ৷ ৫জি ফোন ছাড়াও এই ফোনের ফিচার্সগুলি দুর্দান্ত ৷ অনেক কম দামে এত ভাল ফোন বাজারে ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে ৷ কিন্তু এই ফোনে বেশ কিছু এমন অনেক জিনিসই নেই ৷ যা হয়তো থাকলে ভাল হত ৷ তাই ফোন কেনার আগে ভাল করে জেনে নিন ওয়ানপ্লাস নর্ড নিয়ে সমস্ত বিষয়গুলি ৷ Photo: Collected


ওয়ানপ্লাস নর্ড স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর। মিড-রেঞ্জের 5G ডিভাইস হিসেবে নর্ডের প্রসেসরটি এমনিতে ভাল। তবে একই দামে বিক্রি হওয়া Realme X3 ফোনে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর। ফলে গেমিং এবং মাল্টি-টাস্কিংয়ের জন্য নর্ড স্মার্টফোনটি আপনার নাও পছন্দ হতে পারে ৷ Photo: Collected


বাজারের অন্য মিড-রেঞ্জের স্মার্টফোন ডিভাইসে আপনি ৩.৫ মিমি হেডফোন জ্যাক পেয়ে যাবেন, কিন্তু ওয়ানপ্লাস নর্ডে এই জ্যাক নেই। যার জন্য আপনাকে আলাদা করে ওয়্যারলেস হেডফোন বা টাইপ সি হেডফোন কিনতে হবে। স্যামসাংয়ের মিড-রেঞ্জ Galaxy A বা Galaxy M সিরিজের স্মার্টফোনগুলিতে ডলবি অ্যাটমস অডিও সাপোর্ট রয়েছে, অথচ ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটিতে এরকম স্পিকার তো নেই-ই, পাশাপাশি এর স্পিকারগুলি ইউজারদের হতাশ করতে পারে। Photo: Collected