

OnePlus-এর সব থেকে সস্তার ফোন OnePlus Nord এখন কেনা যাবে আরও সস্তায়। জুলাই মাসে কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করে ছিল। তবে অফারের জন্য এবার ফোনটি আরও সস্তায় কেনা যাচ্ছে। ওয়ানপ্লাস নর্ড ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৭,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ২৯,৯৯৯। অ্যামাজনের ওয়েসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ওয়ানপ্লাস নর্ড-এর দুটি ভ্যারিয়েন্টের উপরে ১০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। কীভাবে আপনি এই ডিসকাউন্ট পেতে পারেন জেনে নিন।


OnePlus-এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ আর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন পাওয়া যাচ্ছে ওপেন সেলে। অ্যামাজন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে যে যদি এই ফোনটি কেনার সময় গ্রাহক HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন ১০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।


OnePlus Nord-এ রয়েছে ৬.৪৪ ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং আসপেক্ট রেশিও ২০:৯। ফুল এইচডি প্লাস এই ডিসপ্লে অফার করবে ৪০৮ পিপিআই সাপোর্ট। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন রয়েছে।


ফোনের ভিরতে রয়েছে Qualcomm Snapdragon 765G প্রেসেসর, গ্রাফিক্সের জন্য এতে আছে এড্রেনো ৬২০ জিপিইউ। ফোনটিতে Android 10 -এর উপরে কোম্পানির নিজস্ব Oxygen OS চলবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।


ছবি তোলার জন্য OnePlus Nord-এ রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা f/1.75 অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। এতে OIS/EIS সাপোর্ট করবে। এছাড়াও রয়েছে ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স ক্যামেরা। যার ফিল্ড অফ ভিউ ১০৫ ডিগ্রী।