

সিম কার্ড যাচাইয়ে জালিয়াতি রুখতে টেলিযোগাযোগ বিভাগের বাল্ক ক্রেতা এবং সংস্থাগুলির জন্য গ্রাহক যাচাইয়ের নিয়ম আরও কঠোর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নতুন কানেকশন দেওয়ার আগে টেলিকম কোম্পানিকে সংস্থার রেজিষ্ট্রেশন পরখ করতে হবে। আর প্রতি ৬ মাসে একই ভাবে সংস্থাটির যাচাই করতে হবে।


অত্যধিক পরিমাণে সংস্থাগুলির নামে সিম কার্ড জালিয়াতি বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্পোরেট অ্যাফ্যার মন্ত্রক কোম্পানিগুলির রেজিষ্ট্রেশন যাচাই করবে। এর আগে টেলিযোগাযোগ বিভাগ টেলিকম গ্রাহকদের জন্য ভেরিফিকেশন জরিমানার বিধি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন প্রতিটি ছোট ছোট ভুলের জন্য টেলিকম সংস্থাগুলিতে এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে না।


এখন পর্যন্ত টেলিকম সংস্থাগুলিতে গ্রাহকদের যাচাইয়ের নিয়ম না মানায় জন্য সরকার ৩ হাজার কোটি টাকারও বেশি জরিমানা আরোপ করেছে।


প্রতি ৬ মাসে কোম্পানির লোকেশন যাচাই করা হবে। কোম্পানির ভেরিফিকেশনের সময় ফর্মে দ্রাঘিমাংশ অক্ষাংশ দিতে হবে। কোম্পানি কানেকশন কোন কর্মচারীকে দিয়েছে সেটাও জানাতে হবে। নতুন নিয়ম লাগু করার জন্য টেলিকম কোম্পানিগুলিকে ৩ মাসের সময় দেওয়া হবে।