এর জন্য কোন অ্যাপ ডাউনলোড করতে হবে না ৷ মোবাইলের ক্যামেরায় স্ক্যান হয়ে যাবে QR কোড ৷ এজিএস ট্র্যানস্যাক্ট টেকনোলজিসল সংস্থার পক্ষ থেকেই এই সুবিধা চালু করা হয়েছে ৷ এই সংস্থাই ব্যাঙ্কগুলিকে ATM পরিষেবা দিয়ে থাকে ৷ এবার তারাই UPI প্ল্যাটফর্মের মাধ্যমে ATM-এ আনতে চলেছে নতুন ব্যবস্থা ৷ যার ফলে বিনা কার্ডেই পাওয়া যাব টাকা ৷ Photo Collected