

24 এপিল ভারতে লঞ্চ হয়েছিল Xiaomi–র দুটি বাজেট স্মার্টফোন, একটি Redmi 7 আর Redmi Y3। Xiaomi–র প্রথম সেলফি সেন্ট্রিক স্মার্টফোন Redmi Y3। এই প্রথম ফ্ল্যাশ সেলে বিক্রি শুরু হল Redmi Y3। দুপুর ১২টা থেকে Amazon.in and Mi.comপাওয়া যাবে এই ফোন।


Redmi Y3 ফোনে থাকছে Qualcomm Snapdragon 632 প্রসেসর। বেশ কিছু ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। অপশনে থাকছে 3GB বা 4GBRAM আর সাথে পেয়ে যাবেন 32GB বা 64GB স্টোরেজ ।


এই ফোনের প্রধান আকর্ষণ এর সেলফি ক্যামেরা, ফোনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান।


ফোনের পিছনে থাচকে ডুয়াল ক্যামেরা সেটআপ, থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সঙ্গে পেয়ে যাবেন গুগল লেন্স।


এই ফোনে থাকছে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।


Redmi Y3 ফোন বিক্রি শুরু হবে 30 এপ্রিল থেকে। 3GB RAM আর 32GB ভেরিয়েন্টের দাম 9,999 টাকা । 4GB RAM আর 64GB ভেরিয়েন্টের দাম 11,999 টাকা। তিনটি রঙে পাওয়া যাবে Redmi Y3