

এবছরের শুরু থেকেই গ্রাহকদের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ । বার্তালাপকে আরও আকর্ষণীয় করে তুলতে চেষ্টার কমতি রাখছে না হোয়াটসঅ্যাপ, এসেছে একের পর এক ফিচার । ঠিক তেমনভাবেই এবার আসতে চলেছে ‘Swipe to reply’ ফিচারটি। জেনে নিন বিশদে ।


WaBetaInfo-এর তথ্য অনুযায়ী খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন । iPhone-এ ইতিমধ্যেই রয়েছে এই ফিচারটি । এই নতুন বৈশিষ্ট্যটি চ্যাট করা আরও সহজ করবে। এই ফিচারে ডানদিকে অঙ্গভঙ্গির সাহায্যে সোয়াইপ করলেই যে কোনও মেসেজের উত্তর আরও দ্রুত দিতে পারবেন ব্যবহারকারীরা ।


অর্থাৎ এই ফিচারের সাহায্যে রিপ্লাই দেওয়ার জন্য আপনাকে আর আলাদা রিপ্লাই বাটনটি প্রেস করতে হবে না । হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই গুগল প্লেতে বিটা প্রোগ্রামে নতুন আপডেট জমা দিয়েছে। এই ফিচারটি হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণ 2.18.282 এ উপলব্ধ।


আপাতত পরীক্ষামূলক স্তরে রয়েছে এই ফিচারটি ও প্রযুক্তিগত কারণে এই ফিচারটি এখনও অ্যান্ড্রয়েডে আসেনি । ‘Swipe to reply’ফিচারটির সাহায্যে হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয়ভাবে আপনার রিপ্লাইটি লোড হয়ে যাবে ।


এছাড়াও, 'ডার্ক মোড' নামে আরেকটি নতুন বৈশিষ্ট্য নিয়েও কাজ করছে। 'ডার্ক মোড' ফিচারটি নিয়েই দীর্ঘদিন ধরে আলোচনা করা হচ্ছে ও রিপোর্ট অনুযায়ী খুব তাড়াতাড়ি এই ফিচারটিও আনতে চলেছে হোয়াটসঅ্যাপ ।