

হোয়াটসঅ্যাপ-এ তো লাগাতার চোখ রাখেন৷ একটি নতুন ফিচার যোগ হয়েছে, খেয়াল করেছেন? বুধবার থেকেই সেই ফিচার কিন্তু চালু হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপে৷ অ্যান্ড্রয়েড beta ব্যবহারকারীরা (অ্যান্ড্রয়েড OS ভার্সান ৪.৪ ও তার বেশি) এই ফিচারটি পেয়ে গিয়েছেন৷ ফোনে ভিডিও দেখার খোলনলচেই বদলে দেবে এই নয়া ফিচার৷


কী ভাবে? বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনও ইউটিউব বা কোনও ভিডিও লিঙ্ক কেউ পাঠালে, আপনাকে ওই লিঙ্কে ক্লিক করে সংশ্লিষ্ট মাধ্যমে গিয়ে ভিডিওটি দেখতে হয়৷ তার ফলে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যেতে হয় বারবার৷ কিন্তু নতুন ফিচারে ভিডিওটি হোয়াটসঅ্যাপেই দেখতে পাবেন৷ মেসেজ চলাকালীনই৷ অ্যাপ থেকে বেরিয়ে লিঙ্কে যেতে হবে না৷


হোয়াটসঅ্যাপ-এর এই নতুন ফিচারের নাম 'Picture in Picture' বা সংক্ষেপে PiP বলা হচ্ছে৷ হোয়াটসঅ্যাপ-এর উপরে ডানদিকে থাকবে এই অপশন৷ ক্লিক করলেই ইউন্ডোর উপরে একটি কোণে ছোট স্ক্রিনে ভিডিওটি স্বয়ংক্রিয় ভাবেই চলবে৷


হোয়াটসঅ্যাপ-এর তরফে আবেদন করা হয়েছে, যদি এই নতুন ফিচার পেতে বা দেখতে কোনও অসুবিধা হয় গ্রাহকদের, তা হলে হোয়াটসঅ্যাপ-কে টুইট করে জানাতে পারেন৷ সংস্থার পক্ষ থেকে আপনার অসুবিধা মেটানো হবে৷


হোয়াটসঅ্যাপ জানিয়েছে, হোয়াটসঅ্যাপ-এর সাম্প্রতিকতম ভার্সান আপডেট করার পরেও যদি কেউ না-পান, তা হলে চ্যাট হিস্ট্রি ব্যাক-আপ রেখে, রি-ইন্সস্টল করুন হোয়াটসঅ্যাপ৷ খুব শীঘ্রই সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই ফিচার পেয়ে যাবেন বলেও জানিয়েছে হোয়াটসঅ্যাপ৷