

সেলফিটা কি ঠিকঠাক হল ? ভিডিও কলে কোনও অসুবিধা হচ্ছে না তো ? ক্রেতাদের এই ক্রমবর্ধমান চাহিদাগুলিকে পাল্লা দিয়েই আজকাল ডুয়াল ফ্রন্ট ক্যামেরা যুক্ত স্মার্ট ফোনের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে একটু ভাল ফোন কিনতে গিয়ে আবার পকেটের দিকেও তাকাতে হয়। এক্ষেত্রে বাজেট যদি ৩০,০০০ টাকার মধ্যে হয়, তাহলে OnePlus, Oppo বা Realme-এর এই ফোনগুলি কেনা যেতে পারে।


বাজেটের মধ্যে OnePlus-এর অন্যতম সেরা ফোন OnePlus Nord। ফোনে থাকছে ৬.৪৪ ইঞ্চি ফুল HD+ ফ্লুইড AMOLED ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G Soc (Qualcomm Snapdragon 765G SoC) প্রসেসরে চলে এই ফোন। এর ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সেটআপে রয়েছে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। এক্ষেত্রে ৬GB+ ৬৪GB স্টোরেজ অপশনে OnePlus Nord ফোনের দাম ২৪,৯৯৯ টাকা।


Realme X3 । ৬GB+ ১২৮GB স্টোরেজ অপশনে Realme X3 ফোনের দাম ২৪,৯৯৯ টাকা। ফোনে থাকছে ৬.৬ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ Hz। ফোনে ব়্যামের পরিমাণ ৮ GB ও অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ GB। অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ SoC (octa-core Qualcomm Snapdragon 855+ SoC) প্রসেসরে চলে এই ফোন। এক্ষেত্রে ফোনের সামনের দিকে রয়েছে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল, ফ্রন্ট প্যানোরমা, সুপার নাইটস্কেপ সহ একাধিক মোড।


Vivo V19। ফোনে থাকছে ৬.৪৪ ইঞ্চি ফুল HD+ সুপার AMOLED হোল পাঞ্চ ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 SoC (Qualcomm Snapdragon 712 SoC) প্রসেসরে চলে এই Vivo V19 ফোন। ফোনের অনবোর্ড স্টোরেজ ২৫৬ GB। ব়্যামের পরিমাণ ৮ GB। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনের দিকে রয়েছে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ আলট্রা ওয়াইল্ড ক্যামেরা। ফোনের কোয়াড রেয়ার ক্যামেরাও যথেষ্ট আকর্ষণীয়। এক্ষেত্রে ফোনের পিছনে থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। বর্তমানে ৮GB+ ১২৮GB স্টোরেজ অপশনে Vivo V19 ফোনের দাম ২৪,৯৯০ টাকা।


Poco X2 । দেশের বাজারে ৬ GB+ ৬৪ GB স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। ফোনে থাকছে ৬.৬৭ ইঞ্চি ফুল HD+ রিয়েলিটি ফ্লো ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ Hz। অক্টো-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G SoC (octa-core Qualcomm Snapdragon 730G SoC) প্রসেসরে চলছে ফোনটি। ফোনে ব়্যামের পরিমাণ ৮ GB। এর কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ বেশ আকর্ষণীয়। ফ্রন্ট ক্যামেরা প্যানেলও নজর কাড়বে। এক্ষেত্রে ফোনের সামনে থাকছে ২০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ক্যামেরায় AI বিউটিফিকেশন, নাইট মোড, পোর্ট্রেড মোড সহ একাধিক মোড রয়েছে।


তালিকার একদম শেষে রয়েছে Oppo F17 Pro। একাধিক কালার অপশনে পাওয়া যাচ্ছে এই ফোন। এক্ষেত্রে ফোনে থাকছে ৬.৪৩ ইঞ্চি ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে। অক্টো-কোর মিডিয়া টেক হেলিও P95 SoC (octa-core MediaTek Helio P95 SoC) প্রসেসরে চলে ফোনটি। সেলফির জন্য ফোনের সামনের দিকে রয়েছে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। উল্লেখ্য, ৩০ fps-এ HD ভিডিও শ্যুট করতে পারে ফ্রন্ট ক্যামেরা। এর পাশাপাশি AI বিউটিফিকেশন 2.0 (AI Beautification 2.0), নাইট মোড সহ একাধিক মোড রয়েছে। এক্ষেত্রে ৮ GB+ ১২৮ GB স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনের দাম ২২,৯৯০ টাকা।