1/ 5


• নোকিয়া ১২৫ ও ১৫০ মডেল নম্বরের দুটি বাজারে আনল নোকিয়া। এই দুটিই ফিচার ফোন। এত কম দামে ডুয়াল সিম ফিচার ফোন নোকিয়ার ছিল না।
2/ 5


• এই ফিচার ফোনগুলিতে থাকছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে। কিপ্যাড আকারে অনেকটাই বড় থাকছে। থাকছে এফএম রেডিও।
3/ 5


• এর মধ্যে নোকিয়া ১২৫ ফোনের দাম অপেক্ষাকৃত অনেকটাই কম, ১৯৯৯ টাকা। এটি অনলাইন ও অফলাইন দু’ভাবেই কিনতে পারবেন সাধারণ মানুষ।
4/ 5


• এছাড়া রয়েছে নোকিয়া ১৫০। এটির দাম নির্ধারণ করা হয়েছে ২,২২৯ টাকা। এটিও ২৫ অগাস্টের পর থেকে অনলাইন, অফলাইনে কিনতে পারবেন সাধারণ মানুষ।