

জুন মাসের শুরুতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M40। আজ, বৃহস্পতিবার ফের একবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। দুপুর 12টার পর শুধুমাত্র Amazon.in থেকে কিনতে পারবেন Galaxy M40।


এই ফোনের প্রধান আকর্ষণ এর পাঞ্চ হোল Infinity-O ডিসপ্লে। 6GB RAM আর 128GB স্টোরেজে Samsung Galaxy M40 দাম 19,990 টাকা।


এই ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি FHD+ পাঞ্চ হোল Infinity-O ডিসপ্লে, যার রেজুলেশন 2340 x 1080 পিক্সেল। এটা Samsung Galaxy M সিরিজেত প্রথম ফোন যাতে রয়েছে পাঞ্ছ হোল না ডিসপ্লে।


Galaxy M40 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 675 প্রসেসর, সাথে থাকছে Adreno 612 GPU। ফোনে রয়েছে 6GB RAM আর 128GB স্টোরেজ।


ছবি তোলার জন্য Samsung Galaxy M40 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। থাকছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অয়াঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Samsung।