

১১ জুন লঞ্চ হয়েছিল Samsung Galaxy M40। লঞ্চের কয়েক সপ্তাহের মধ্যেই সফটওয়্যার আপডেট পেল এই ফোন। জনপ্রিয় এই ফোনে মে মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে গিয়েছে। এর সাথেই যোগ হয়েছে গুরুত্বপূর্ণ কিছু ইমপ্রুভমেন্ট আর বাগ ফিক্স।


আপানার ফোনে যদি এখনও আপডেটের মেসেজ না এসে থাকে তা হলে কিছু দিন পরে আপনি এই আপডেট আপবেন। আপনি চাইলে নিজের ফোনে Settings > Software updates থেকে এই আপডেট দেখে নিতে পারবেন।


অফিশিয়াল চেঙ্গলগের জানা গিয়েছে এই আপডেটের সাইজ 152.36MB। M405DDU1ASF2/ M405FODM1ASF4/ M405FDDU1ASEB ফার্মওয়্যারের হাত ধরে Galaxy M40 ফোনে সাম্প্রতিকতম আপডেট পৌঁছেছে।


এই ফোনের প্রধান আকর্ষণ এর পাঞ্চ হোল Infinity-O ডিসপ্লে। 6GB RAM আর 128GB স্টোরেজে Samsung Galaxy M40 দাম 19,990 টাকা।


এই ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি FHD+ পাঞ্চ হোল Infinity-O ডিসপ্লে, যার রেজুলেশন 2340 x 1080 পিক্সেল। এটা Samsung Galaxy M সিরিজেত প্রথম ফোন যাতে রয়েছে পাঞ্ছ হোল না ডিসপ্লে।


Galaxy M40 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 675 প্রসেসর, সাথে থাকছে Adreno 612 GPU। ফোনে রয়েছে 6GB RAM আর 128GB স্টোরেজ।


ছবি তোলার জন্য Samsung Galaxy M40 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। থাকছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অয়াঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Samsung।