

Samsung নিজের লেটেস্ট স্মার্টফোন Galaxy A10s-এর দাম কমিয়ে দিয়েছে। নতুন দামে এই স্মার্টফোন কিনতে পারবেন অফলাইন স্টোর থেকে। নতুন এই দামে আপনি স্মার্টফোনটি কিনতে পারবেন শুধুমাত্র 31 অক্টোবর অবধি।


এই বছর অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Galaxy A10s। লঞ্চের সময় এই স্মার্টফোনটির দাম ছিল 9,499 টাকা। কিন্তু 91 মোবাইলে দেওয়া তথ্য অনুযায়ী ফোনটির নতুন দাম 8,999 টাকা। মানে আপনি পেয়ে যাবেন ৫০০ টাকার ছাড়।


Samsung Galaxy A10s রয়েছে 6.2 ইঞ্চির HD+ ইনফিনিটি-V ডিসপ্লে। এই ফোনে রয়েছে Octa Core Processor। এই স্মার্টফোনে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট আর চলবে android 9 তার উপরে চলবে কোম্পানির কাস্টম স্কিন ।


ছবি তোলার জন্য রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, যার মধ্যে রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।