

আজ, বুধবার ফের ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে Realme X। দুপুর 12 টা থেকে Flipkart আর Realme-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাছে এই ফোন।


Realme X-এর বেশ ভারিয়েন্ট পাওয়া যাচ্ছে 16,999 টাকায়। 8GB RAM + 128GB স্টোরেজের দাম 19,999 টাকা। পোলার হোয়াইট আর স্পেস ব্লু রঙে পাওয়া যাছে এই স্মার্টফোন।


Flipkart থেকে মাত্র 565 টাকার EMI-তে কিনতে পারবেন Realme X। এছাড়াও থাকছে স্পেশাল প্রাইজ অফার। ফোনটি কেনার সময় আপনি যদি Axis Bank Buzz কার্ড ব্যবহার করেন, তা হলে পেয়ে যাবেন 5% ডিসকাউন্ট।


আপনি যদি Realme X ফোনটি Realme-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনেন তা হলে আপনি mobikwik-এর তরফ থেকে পেয়ে যাবেন 10% সুপার ক্যাশ। এছাড়াও তাকছে 7 হাজার টাকার Jio Benefit আর Paytm First-এর অফার।


Realme X ফোনে রয়েছে 6.53 ইঞ্চি AMOLED ডিসপ্লে সাথে রয়েছে FHD+ রেজোলুশন (2340x1080 পিক্সেলস)। রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গর প্রিন্ট সেন্সর।


ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা যাতে রয়েছে Sony IMX 471 সেন্সর। ছবি তোলার জন্য Realme X ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, এই মধ্যে থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX 586 প্রাইমারি সেন্সার আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার।


ফোনের ভীতরে রয়েছে Qualcomm Snapdragon 710 প্রসেসর, এর আগে আমরা এই প্রসেসর দেখতে পেয়েছিলাম Realme 3 Pro। এই ফোনে রয়েছে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।