

আজ ভারতে লঞ্চ হল Oppo-র নতুন ফোন Reno 3 Pro। এই প্রথম কোনও ফোনে রয়েছে ৪৪ মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা । গতবছরই চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোনটি। কিছু প্রবর্তনের সঙ্গে ভারতে লঞ্চ হল Reno 3 Pro।


Oppo Reno 3 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 7 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.৭ ইঞ্চির ফুল HD+ সুপার অ্যামলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P95 চিপসেট, সঙ্গে 12GB পর্যন্ত RAM ও 256GB স্টোরেজ।


গেমারদের জন্য রয়েছে Hyper Boost ফিচার। এর ফলে এই ফনে গেম খেলার অনুভূতিটাই আলাদা। গেমাররা গেম খেলতে খেলতে মেসেজে বা হোয়াটসঅ্যাপের রিপ্লাইও দিতে পাড়বে।


Oppo Reno 3-র পিছনে রয়েছে ৪টি ক্যামেরা। এর মধ্যে থকাছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, 2 মেগাপিক্সেল মনোক্রোম লেন্স ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। থাকছে 5x হাইব্রিড যুম-এর সঙ্গে রয়েছে 20x ডিজিটাল জুম।


সেলফির জন্য রয়েছে 44 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেসর লেন্স। ফিচারের মধ্যে রয়েছে নয়েজ রিডাকশন, আলট্রা নাইট সেলফি মোড। ভিডিওতে থাকছে বুকে মোড, জুম, AI বিউটি মোড।


গ্রাহকরা যাতে ভিডিও এডিট আর সহজেই শেয়ার করতে পারে সেই জন্য Oppo Reno 3 -তে রয়েছে Soloop Smart ভিডিও এডিটর। ফোনে ডান দিকে থাকছে পাওয়ার বাটন। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।


এছাড়াও কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 44G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth, GPS/ A-GPS, আর USB Type-C port। ফোনের ভিতরে রয়েছে 4,025mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W VOOC ফাস্ট চার্জ সাপোর্ট।