ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়েরই এখন চাহিদা বেশি ৷ অধিকাংশ মানুষই এখন ব্যাঙ্ক যাওয়ার পরিবর্তে ঘরে বসেই মোবাইলে ব্যালেন্স চেক থেকে শুরু করে টাকা লেনদেন সবই এক ক্লিক করেন ৷ কিন্তু এতে ব্যাঙ্কের কাজ যেমন সহজ হয়েছে, তেমনি আপনার অ্যাকাউন্ট কতটা সুরক্ষিত, তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ অনলাইনে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে ৷ তাই মোবাইল ব্যাঙ্কিং করার সময় আপনাকে কিছু সাবধানতা অবলম্বণ করা উচিৎ ৷
মোবাইল ব্যাঙ্কিং কি সুরক্ষিত ? : মোবাইল ব্যাঙ্কিং অ্যাপগুলি আমাদের যতোটা সুবিধা দেয় , ঝুঁকির পরিমাণও কিন্তু ততোটাই বেশি ৷ আপনার মোবাইল ফোন কখনও চুরি হয়ে গেলে কী করবেন ? ভয়ের কিছু নেই ৷ যে কোনও ব্যাঙ্কই তাদের অ্যাপ তৈরির সময় গ্রাহকদের অ্যাকাউন্টের সুরক্ষার উপরেই সবচেয়ে বেশি জোর দিয়ে থাকে ৷ অ্যাপে ব্যাঙ্কের যে কোনও পরিষেবার জন্যই আপনাকে প্রথমে পাসওয়ার্ড দিতে হবে ৷ এছাড়া গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্যই এসএমএস-এর মারফত পাঠানো হতে থাকে ৷ পাঠানো হয় ইমেলও ৷ অ্যাপে বা ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ওয়েবসাইটে লগ ইনের পরেই সমস্ত তথ্য চলে আসে এসএমএস মারফত ৷ কিন্তু তাতেও অনলাইন ব্যাঙ্কিং নিয়ে সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে ৷
আপনার ইমেলে আসা কোনও লিংক-এ কখনও ক্লিক করবেন না ৷ এটা সর্বদা মনে রাখবেন, কোনও ব্যাঙ্ক অনলাইনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেট জানতে চায় না ৷ অচেনা ব্যক্তিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল দেবেন না ৷ অ্যাকাউন্ট নম্বর বা পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন না ৷ মনে রাখার চেষ্টা করুন ৷ ইন্টারনেট ব্রাউজার সব সময়ে ফিশিং ফিল্টারের মাধ্যমে ফিল্টার করুন ৷ নিশ্চিত না হয়ে ওয়েবসাইটের কোনও ছবিতে ক্লিক করবেন না ৷ ব্যাঙ্ক তথ্য দেওয়ার সময় সতর্ক থাকুন ৷ ভাবুন, জরুরি বিষয়ে কিছু বলার থাকলে ব্যাঙ্ক ডেকে না পাঠিয়ে মেল করল কেন ? অনলাইন লেনদেনের আগে ও পরে সমস্ত তথ্য মুছে ফেলুন ৷ সব সময়ে ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করুন ৷ সাইবার ক্যাফেতে অনলাইন ব্যাঙ্কের কাজ না করার চেষ্টা করুন ৷ অনলাইন ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে এই নিয়মগুলি মেনে চললে নিরাপত্তা সুনিশ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি ৷