

• মুম্বইয়ে এবার OnePlus আয়োজন করতে চলেছে মিউজিক ফেস্টিভ্যালের ৷ D.Y. Patil Stadium-এ ১৬ নভেম্বর হবে এই ফেস্টিভ্যাল ৷ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং ৷ ছবি সৌজন্যে OnePlus ৷


• অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেটি পেরি, ডুয়া লিপার মতো আন্তর্জাতিক তারকারা ৷ এছাড়াও পারফর্ম করবেন অমিত ত্রিবেদী, র্রিৎভিজ, ‘দ্য লোকাল ট্রেন’ এবং ‘অ্যাজ উই কিপ সার্চিং’ ৷ ছবি সৌজন্যে OnePlus ৷


• কেটি পেরির নাম কে না জানে? ‘রোর’, ‘ফায়ারওয়ার্ক’, ‘ডার্ক হর্স’-এর মতো সিঙ্গলস রয়েছে তাঁর ঝুলিতে ৷ ৩১ মে মুক্তি পেয়েছিল তাঁর বিগেস্ট হিট সিঙ্গলস ‘নেভার রিয়েলি ওভার’ ৷ গত ৯ অগস্ট মুক্তি পেয়েছিল ‘স্মল টক’ ৷ ছবি সৌজন্যে OnePlus ৷


• ডুয়া লিপাও একজন আন্তর্জাতিক নাম ৷ ২০১৫-তে ‘ওয়ার্নার মিউজিক গ্রুপ’ দিয়ে সঙ্গীত জগতে তাঁর যাত্রা শুরু ৷ ‘নিউ লভ’ তাঁর দ্বিতীয় সিঙ্গলস ৷ এই অ্যালবামেই জনপ্রিয় হয়ে যান ডুয়া ৷ এরপর একে একে ‘বি দ্য ওয়ান’, ‘ওয়ান কিস’, ‘ব্লো ইওর মাইন্ড’, ‘বি দ্য ওয়ান’, ‘নো লাই’, ‘ব্রিজ ওভার ট্রাবলড ওয়াটার’ তাঁর বিখ্যাত অ্যালবাম ৷ ছবি সৌজন্যে OnePlus ৷


• ‘উড় গ্যায়ে’র পুণের র্রিৎভিজ দেশের সেনসেশন হয়ে গিয়েছেন ৷ এখন দেশের সবচেয়ে বেশি ফলোড ইলেক্ট্রিনিক মিউজিক প্রডিসার র্রিৎভিজ ৷ দেশীয় শাস্ত্রীয় সঙ্গীত আর ইলেক্ট্রিকাল মিউজিককে দারুণ ভাবে মিশিয়ে দিয়েছেন র্রিৎভিজ ৷ তাঁর গানও শোনা যাবে OnePlus-এর মিউজিক ফেস্টিভ্যালে ৷ ছবি সৌজন্যে OnePlus ৷


• অমিত ত্রিবেদীর কথা নতুন করে বলা অপেক্ষা রাখে না ৷ তিনি একাধারে কম্পোজার, মিউডিক ডিরেক্টর, গায়ক এবং লিপিকার ৷ নন-ফিল্মি অ্যালবামের মিউজিক স্কোর করে কেরিয়ার শুরু করেছিলেন তিনি ৷ তারপর ‘দেব ডি’-র সাফল্য তাঁকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল ৷ ছবি সৌজন্যে OnePlus ৷


• দিল্লির রক ব্র্যান্ড ‘দ্য লোকাল ট্রেন’-ও আসবে OnePlus-এর মিউজিক ফেস্টিভ্যালে ৷ উর্দূ আর হিন্দির দূর্দান্ত মিশেলে তাঁদের গানগুলি এখন ইয়ং জেনারেশনের কাছে দারুণ হিট ৷ OnePlus-এর মিউজিক ফেস্টিভ্যালের মঞ্চ কাঁপাবেন এঁরাও ৷ ছবি সৌজন্যে OnePlus ৷


• ‘অ্যাজ উই কিপ সার্চিং’ আমাদের কাছে প্রথম আত্মপ্রকাশ করেছিল ২০১৫-তে ৷ এখন তাঁদের গান গোটা বিশ্বে পরিচিত ৷ তাঁরাও আসছেন এই ফেস্টিভ্যালে ৷ ছবি সৌজন্যে OnePlus ৷