বাজারে আসছে এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Nokia। 24 ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে। (Photo collected)
2/ 4
নতুন এই বাজেট ফোনে থাকবে 1 GB RAM আর MediaTek চিপসেট। Nokia 1 Plus ফোনে Android 9.0 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম থাকবে। (Photo: TigerMobiles)
3/ 4
Nokia 1 Plus ফোনের ডিসপ্লের রেজোলিউশন 480x960 পিক্সেলস। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। মানে ৫ ইঞ্ছি ডিসপ্লে থাকবে এই ফোন (Photo collected)
4/ 4
কানেকটিভিটির জন্য এই ফোনে থাকছে ডুয়াল সিম, Wifi, Bluetooth আর মাইক্রো USB পোর্ট। ফোনের স্পেসিফিকেশান সামনে এলেও Nokia 1 Plus দাম এখন জানা যায়নি। (Photo collected)