

কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল Motorola One Vision আর আজ, বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হল এই ফোনটির। আজ দুপুর 12 টা থেকে Flipkart-এ পাওয়া যাবে এই স্মার্টফোন। এখান থেকে এই ফোনটি কিনলে পেয়ে যাবেন অনেক অফার।


আপনি যদি এই ফোনটি ২৭ জুন থেকে ৩ জুলাই -এর মধ্যে কেনেন তা হলে আপনি পেয়ে যাবেন নো কষ্ট ইএমআই (৬মাসের জন্য)। Vodafone-Idea-র গ্রাহকরা পেয়ে যাবেন 3,750 টাকার ক্যাশব্যাক আর 250GB অতিরিক্ত ডেটা।


Motorola One Vision ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে, যার রেজুলেশন 2520×1080। ফোনের ভিতরে রয়েছে Samsung Exynos 9609 প্রসেসর আর রয়েছে Mali-G72 MP3 জিপিয়ু।


এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। ছবি তোলার জন্য Motorola One Vision ফোনে থাকছে রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার।


এই ফোনে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে, তাতে রয়েছে 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরায় থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান।