

পয়লা ডিসেম্বর থেকে মোবাইল ফোন উপভোক্তাদের কলিং পরিষেবার পাশাপাশি ইন্টারনেট পরিষেবারও দাম বাড়তে চলেছে (Vodafone, Idea, Airtel to increase tariffs 1 December) ৷ ট্যারিফ প্ল্যানে দাম বাড়াতে চলেছে দেশের টেলিকম সংস্থাগুলি ৷ আইডিয়া, ভোডাফোন ও এয়ারটেল এই বিষয়ে আগে থেকেই ঘোষণা করে দিয়েছে ৷ ১৪ বছরের পুরনো এজিএর মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর টেলিকম সংস্থাগুলির উপর ঋণের চাপ বেড়ে গিয়েছে ৷ এর জন্য সংস্থাগুলি ট্যারিফ প্ল্যান রেট বাড়ানোর সিদ্ধন্ত নিয়েছে ৷


পয়লা ডিসেম্বর থেকে ফোন কথা বলতে লাগবে বাড়তি চার্জ ৷ ট্যারিফ প্ল্যান বাড়াতে চলেছে এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া ৷ এজিআর এর বকেয়া টাকা মেটানোর জন্য দুই সংস্থার তরফে এই সিদ্ধন্ত নেওয়া হয়েছে ৷ তবে সংস্থার তরফে এখনও জানানো হয়নি মোবাইল ট্যারিফ ঠিক কতটা বাড়ানো হবে ৷


Money Control এর রিপোর্ট অনুযায়ী, টেলিকম সংস্থা তাদের মোবাইল ট্যারিফ ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে ৷ রিপোর্ট অনুযায়ী, এয়ারটেলের ১০০ টাকার রিচার্জ ১৩৫ টাকা পর্যন্ত বেড়ে হতে পারে ৷ অনেকে মনে করছেন রিচার্জের টাকা না বাড়িয়ে কিছু পরিষেবা ভয়েস কল, এসএমএস বা ডেটা পরিষেবা কমিয়ে দিতে পারে ৷


ভোডাফোনের তরফে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে যে তারা ট্যারিফ বাড়াতে চলেছে যা ১ ডিসেম্বর থেকে লাগু করা হবে ৷