

তড়তড়িয়ে ছুটছে প্রযুক্তি! মোবাইলে ১-২-৩-টে ক্যামেরার দিন শেষ! বাজারে এল স্যামসাং গ্যালাক্সি এ৯ । বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে রয়েছে ছছটা ক্যামেরা! পিছনে কোয়াড রেয়ার ফেসিং চারটে ক্যামেরা, সামনে আরও দুটো।Photo Source: Collected


মূল ক্যামেরাটি ২৪ মেগাপিক্সেল-এর! রয়েছে এএফ প্রাইমারি সেন্সর (এফ/১.৭)। দূরের ছবির জন্য রয়েছে ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ২X অপটিক্যাল জুম (এফ/২.৪), ৮এ মেগাপিক্সেল সেন্সর, আল্ট্রা ওয়াইড ১২০ ডিগ্রি লেন্স। ডেপথ অব ফিল্ড ৫ মেগাপিক্সেল সেন্সর।Photo Source: Collected


রয়েছে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এফ/২.০ অ্যাপারচার। কাজেই, কম আলোতেও সেলফি তুলতে কোনও অসুবিধে হবে না!Photo Source: Collected


রয়েছে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি, সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে যা বাজারে অন্যান্য অনেক ফোনের থেকেই অনেকটা বড় । দুর্দান্ত রেজোলিউশন। অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ ডিসপ্লে ১৮.৫ : ৯।Photo Source: Collected


৬ থেকে ৮ জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাবে এতে। নেটিভ স্টোরেজ ১২৮ জিবি। স্যামসাংয়ের এই ফোনে ৩৮০০ এমএএইচ ব্যাটারি ও ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।Photo Source: Collected