রোজ নতুন নতুন ফিচার যোগ হচ্ছে স্মার্টফোনে। আর এর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের নানা ব্যাবহার। Google Pixel আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সব স্মার্টফোনের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে।
2/ 6
এবার একটি মজার ফিচার যোগ হয়েছে Google Pixel-এর ক্যামেরায়। Pixel 3 and Pixel 3 XL স্মার্টফোনে Photobooth মোড যোগ করেছে Google।
3/ 6
এই ফিচারটির সাহায্যে সহজেই তুলতে পারবেন সেলফি আর গ্রুপের সেলফি। এর জন্য আপনাকে আগে আপডেতেট করতে হবে Google ক্যামেরা অ্যাপ। এর পড় মোর অপশন-এ গিয়ে Photobooth মোড সিলেক্ট করতে হবে।
4/ 6
ফটোবুথ মোডে ঢুকে শাটারে ক্লিক করলে ক্যামেরা স্থির হলে স্বয়ংক্রিয় সেলফি তুলবে স্মার্টফোন। ছবির বিষয়বস্তুর নড়াচড়া খেয়াল করার পাশাপাশি ব্যক্তির চোখ খোলা না বন্ধ, তাও খেয়াল করে তারপর ছবি তুলবে এই স্মার্ট ক্যামেরা।
5/ 6
এ ছাড়াও Photobooth মোডে রয়েছে kiss mode। চুমু খাওয়ার বিষয়টি শনাক্ত করতে পারে Google-এর বুদ্ধিমান ক্যামেরা। প্রিয়জনকে চুমু খেলে তা শনাক্ত করে স্বয়ংক্রিয় সেলফি উঠবে ফটোবুথ মোডে।
6/ 6
চুমু খাওয়ার সময় অভিব্যক্তিগুলো শনাক্ত করতে নানা গবেষণা করেছে গুগল। এগুলো তাদের ক্যামেরা সিস্টেমে যুক্ত করেছে।
রোজ নতুন নতুন ফিচার যোগ হচ্ছে স্মার্টফোনে। আর এর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের নানা ব্যাবহার। Google Pixel আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সব স্মার্টফোনের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে।
এই ফিচারটির সাহায্যে সহজেই তুলতে পারবেন সেলফি আর গ্রুপের সেলফি। এর জন্য আপনাকে আগে আপডেতেট করতে হবে Google ক্যামেরা অ্যাপ। এর পড় মোর অপশন-এ গিয়ে Photobooth মোড সিলেক্ট করতে হবে।
ফটোবুথ মোডে ঢুকে শাটারে ক্লিক করলে ক্যামেরা স্থির হলে স্বয়ংক্রিয় সেলফি তুলবে স্মার্টফোন। ছবির বিষয়বস্তুর নড়াচড়া খেয়াল করার পাশাপাশি ব্যক্তির চোখ খোলা না বন্ধ, তাও খেয়াল করে তারপর ছবি তুলবে এই স্মার্ট ক্যামেরা।
এ ছাড়াও Photobooth মোডে রয়েছে kiss mode। চুমু খাওয়ার বিষয়টি শনাক্ত করতে পারে Google-এর বুদ্ধিমান ক্যামেরা। প্রিয়জনকে চুমু খেলে তা শনাক্ত করে স্বয়ংক্রিয় সেলফি উঠবে ফটোবুথ মোডে।